মঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫ , ১৫ বৈশাখ ১৪৩২
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
যশোর রায়পাড়ার রাব্বি বিদেশি পিস্তলসহ ডিবির জালে গ্রেফতার
প্রকাশ : মঙ্গলবার, ১৫ এপ্রিল , ২০২৫, ০১:৫১:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2025-04-15_67fe486ca39c4.JPG

❒ যশোর রায়পাড়ার রাব্বি বিদেশি পিস্তলসহ ডিবির জালে গ্রেফতার ছবি:

যশোরের চাঁচড়া রায়পাড়া এলাকায় ডিবির জালে বিদেশি পিস্তলসহ গ্রেফতার হয়েছেন রাব্বি হোসেন মানিক (২৪) নামের এক যুবক। নববর্ষের দিন রাতে পিস্তলসহ তাকে আটক করা হয়। তিনি যশোরের শংকরপুর এলাকার বাসিন্দা এবং হিরুজুল হকের ছেলে।

যশোর ডিবির ওসি মঞ্জুরুল হক ভূইয়া জানান, রাব্বিল নিজস্ব বাহিনী গড়ে তুলে এলাকায় ভয়-ভীতি প্রদর্শন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। অভিযানের সময় তাকে অস্ত্রের মহড়া দিতে দেখা যায়, তখনই তাকে হাতে-নাতে আটক করা হয়।

এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝