শিরোনাম |
❒ যশোর শহরতলীর এই এলাকাজুড়ে ত্রাস সৃষ্টি,থানায় এজাহার দায়ের
❒ বাড়িঘর ভেঙে তছনছ ছবি:
যশোরের রূপদিয়া মধ্যপাড়ায় ভরদুপুরে অন্তত ১৪টি বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বেধড়ক মারধর ও বেপরোয়া হামলায় আহত হয়েছেন কমপক্ষে ১৩ থেকে ১৪ জন। আজ রোববার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই হামলার ঘটনা ঘটে। তুমুল তাণ্ডবে এলাকায় ত্রাস ছড়িয়ে পড়ে। একটি প্রভাবশালী পরিবারের সদস্যরা এই হামলা ও লুটপাটে নেতৃত্ব দেয়। তবে পুলিশ ঘটনায় জড়িত কাউকেই আটক করেনি। যেকারণে পরিবারগুলোতে ফের হামলার আশঙ্কা বিরাজ করছে।
মিলন হোসেনসহ একাধিক ক্ষতিগ্রস্ত ব্যক্তি থানায় এজাহার জমা দিয়েছেন। মামলার এজাহারে দাবি করা হয়েছে- খবির খাঁ ও তার ছেলেরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও মারধর করেছে। এ সময় তারা ঘরে ঢুকে সুটকেস ও আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে গেছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
কোতয়ালি মডেল থানা সূত্রে জানানো হয়েছে-খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় হামলাকারীদের ফেলে যাওয়া কিছু অস্ত্র সরঞ্জাম জব্দ করা হয়েছে।
অন্যদিকে, হামলাকারীদের আটক না করায় ভুক্তভোগীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের আশঙ্কা ফের হামলাসহ নাশকতার ঘটনা ঘটতে পারে। স্থানীয়দের মধ্যেও অজানা আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী হামলা-লুটপাট ও মারধরে জড়িতদের দ্রুত আটক ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।