শিরোনাম |
❒ হাসপাতালে ভর্তি
❒ মেহেদী হাসান ছবি:
বরিশালের ছিনতাইকারী মেহেদী হাসান যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রের দ্বিতীয়তলা থেকে ঝাপ দিয়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে এ হওয়ার ঘটনা ঘটে। বিষয়টি সেনাবাহিনীর সদস্যদের নজরে পড়লে তাকে আহত অবস্থায় উদ্ধার করে কিশোর উন্নয়ন কেন্দ্রে তাকে হস্তান্তর করে। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মেহেদী হাসান বরিশাল বিমানবন্দর থানার তিলোক গ্রামের ইউসুফ আলীর ছেলে।
কিশোর উন্নয়ন কেন্দ্রের দায়িত্বশীল একটি সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গত ২০ দিন পূর্বে ছিনতাইকালে তাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠায়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে-আহত মেহেদী হাসান দো-তলার ১০০ নম্বর কক্ষে বন্দি ছিল। তাকেযশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা জানিয়েছেন সে শঙ্কামুক্ত। তাকে পুরুষ সার্জারি বিভাগে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।