শিরোনাম |
টঙ্গী ইজতেমার ময়দানে সাদপন্থী খুনিদের গ্রেফতার, বিচার এবং তাদের সকল কার্যক্রম নিষিদ্ধের দাবিতে যশোর জেলা ওলামা মাশায়েখ ও তাওহিদী জনতা বিক্ষোভ মিছিল করেছে।
যশোর জেলা ওলামা মাশায়েখ ও তাওহিদী জনতার উদ্যোগে যশোর জেলা ইমাম পরিষদের সভাপতি মওলানা আনোয়ারুল করিম যশোরীরর সভাপতিত্বে 'দড়াটানা ভৈরব চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিকেল পৌনে ৩টায় বিক্ষোভ মিছিল যশোর শহর প্রদক্ষিণ করে।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে যশোর জেলা তাবলীগ জামাতের জুবায়ের গ্রুপের অনুসারী এবং আশরাফুল মাদারিস সতীঘাটা মাদ্রাসা যশোরের মুহতামিম মওলানা নাসীরুল্লাহ, হেফাজতে ইসলাম, যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ নাজির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা হামিদুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা আব্দুল মান্নান, মাছনা দারুল উলুম মাদ্রাসা, যশোরের মুফতি ইয়াহিয়া কাতেবিয়া, যশোর মার্কাজ মসজিদের শূরায়ে তাবলীগ আলহাজ্ব মশিয়ার রহমান, যশোর জেলা ফতোয়া বোর্ডের সভাপতি মুফতি মুজিবুর রহমান, যশোর দড়াটানা জামে মসজিদের পেশ ইমাম মওলানা মাসুদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Tag এই রকম আরও টপিক