শিরোনাম |
❒ মাহফিল থেকে বাড়ি ফেরারপথে দুর্ঘটনা
ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক কিশোরীর। বৃহস্পতিবার মাহফিল শুনতে গিয়ে থেকে যায় আত্মীয় বাড়িতে। আজ শুক্রবার (১০ জানুয়ারি'২৫) বাড়ি ফেরার সময় বেলা সাড়ে ১০ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আশাশুনি সড়কের পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় পৌঁছালে ঘটে দুর্ঘটনা। নিহত কিশোরীর নাম আসপিয়া খাতুন (১৭)। সে পুরাতন সাতক্ষীরা কলোনিপাড়া এলাকার আব্দুস সবুরের মেয়ে।
নিহতের মামা মহসিন আলী জানান-আশপিয়া খাতুন বৃহস্পতিবার বিকালে পরিবারের অন্য তিন সদস্যদের সাথে সদর উপজেলার ধুলিহর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিল মাহফিল শুনতে। সেখান থেকে শুক্রবার সকালে একটি ইজিবাইকযোগে তারা সবাই বাড়ি ফিরছিল। পথিমধ্যে বেলা সাড়ে ১০টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা–আশাশুনি সড়কের পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত আশপিয়ার গায়ের ওড়না ইজিবাইকের চাকার সাথে জড়িয়ে গেলে সে ছিটকে রাস্তা উপর পড়ে যায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসার তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদস হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. সাইফুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই পথে তার মৃত্যু হয়েছে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সামিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Tag এই রকম আরও টপিক