বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১
সংবাদ শিরোনাম :
শিরোনাম পুরনো ৪ বিভাগকে প্রদেশ করার সুপারিশ জীবননগরে ‘ট্রলি' ভর্তি ১২২ বস্তা সরকারি সার জনতার হাতে আটক,শাস্তি চায় জামায়াত শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় ফাঁসির ৯ জনসহ সব আসামি খালাস ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ৮ ফেব্রুয়ারি খুলনায় অমুক্তিযোদ্ধা শনাক্তকরণ শুরু,যশোর কতদূর? থানায় হামলায় অভিযুক্তরা মুক্ত,মার খেলো পুলিশ বাগেরহাটের পুকুরে নড়াইলের বধূ বৃষ্টির লাশ বেনাপোলে শ্রমিককে পিটিয়ে জখম,বোমা হামলার পর পণ্য লোড-আনলোড বন্ধ যশোরে সামান্য কিছু টাকার জন্য বৃদ্ধাকে পিটিয়ে হত্যা,অভিযুক্ত অপু পরিবার লাপাত্তা ভারতে দুই পুরুষের সঙ্গে নীল ছবি বানাতে গিয়ে বাংলাদেশি তরুণী গ্রেফতার
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ এইচএমপিভি ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের নানা নির্দেশনা

বেনাপোল ইমিগ্রেশনে স্বাস্থ্য পরীক্ষা শুরু
প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি , ২০২৫, ০৭:৩৬:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2025-01-09_677fdf5b8b383.png

❒ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ছবি:

বেনাপোল ইমিগ্রেশন বিভাগ নতুন ভাইরাস হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) সংক্রমণ নিয়ন্ত্রণে তৎপর হয়ে উঠেছে। বিভিন্ন বন্দর চেকপোস্ট ইমিগ্রেশনের উদাসীনতা যখন সমালোচনা তুঙ্গে ঠিক তখন নড়চড়ে বসলো বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ভাইরাসটি  প্রতিরোধে সতর্কতা হিসেবে ইমিগ্রেশনে পাসপোর্ট যাত্রীদের স্বাস্থ্য পরিক্ষা করা হচ্ছে। 

সংশ্লিষ্ট সূত্রমতে-বুধবার স্বাস্থ্য বিভাগের দেওয়া নির্দেশনা অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগের এ-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এইচএমপিভি সংক্রমণ নিয়ে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিশেষ করে ১৪ বছরের কম এবং ৬৫ বছরের অধিক বয়সীদের এ ক্ষেত্রে বেশি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দেশের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোসহ সব প্রবেশপথে (পয়েন্টস অব এন্ট্রি) স্বাস্থ্যবিধি জোরদার করতে বলা হয়েছে।

তথ্যমতে, অতিরিক্ত মাত্রায় পরিবেশদূষণ জলবায়ু পরিবর্তনে দিন দিন সভ্যতা ও জীববৈচিত্র্যের জন্য বিশ্বমানব বড় ধরনের হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। ২০১৫ থেকে ২০২৫ সালে কোনো না কোনো ভাইরাসের আক্রমণের শিকার হয়েছে বিশ্ব। চার বছরের বেশি সময় বিস্তার করা করোনাভাইরাসের ক্ষতি কাটিয়ে না উঠতেই দেখা দিয়েছে এইচএমপিভি নামের ভাইরাসটি।

২০০১ সালে ভাইরাসটি প্রথম দেখা যায়। সম্প্রতি সংক্রমণ ছড়িয়েছে পাশের দেশ ভারতেও। জানুয়ারির প্রথম সপ্তাহে চীনে এইচএমপিভি ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। পরে সেটির সংক্রমণ জাপান, মালয়েশিয়া, হংকং ও ভারতে ধরা পড়ে। এই ভাইরাস বিশেষ করে শিশু, বয়স্ক ও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের প্রভাবিত করছে। চিকিৎসা-ব্যবসাসহ নানান কাজে প্রতিদিন বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দর ব্যবহার করে ভারত-বাংলাদেশের মধ্যে বিপুল পরিমাণে পাসপোর্টধারী যাতায়াত করে থাকে। এসব যাত্রীর মাধ্যমে বাংলাদেশে ভাইরাসটি সংক্রমণের ঝুঁকি বেড়ে যাওয়ায় প্রতিরোধব্যবস্থা গ্রহণ করেছে স্বাস্থ্য বিভাগ।

ভারত থেকে আসা পাসপোর্টধারীদের স্বাস্থ্য পরীক্ষা শেষে ইমিগ্রেশন কার্যক্রম করা হচ্ছে। তা ছাড়া মাস্ক পরা, নিরাপদ দূরত্বে অবস্থান, সর্দি, কাশি ও জ্বর থাকলে চিকিৎসকের পরামর্শের অনুরোধ করা হচ্ছে। আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণ এড়িয়ে নিজেকে ও দেশকে সুরক্ষা দেওয়া যাবে বলেছেন চিকিৎসকেরা।

ভারতফেরত পাসপোর্টধারী অনিমেষ জানান, তিনি চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। ফেরার পথে বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ তাঁকে স্বাস্থ্য পরীক্ষা করে ভাইরাসটি থেকে নিরাপদ থাকতে বিভিন্ন পরামর্শ দিয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভূঁইয়া বলেন, ভাইরাস সংক্রমণ রোধে ইমিগ্রেশন কর্তৃপক্ষ সতর্ক রয়েছে। ভারত থেকে আসা পাসপোর্টধারীদের কেউ আক্রান্ত কি না, তা পরীক্ষা করছে ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ।

এ বিষয়ে জানতে চাইলে ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের উপসহকারী মেডিকেল অফিসার আব্দুল মজিদ জানান-এইচএমপিভি সংক্রমণ রোধে ভারত থেকে আসা পাসপোর্টধারীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, এইচএমপিভির আগে বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ মাঙ্কিপক্স, ওমিক্রন, করোনা, নিপা ও জিকা ভাইরাস রোধে সতর্ক ব্যবস্থা নিয়েছিল।

সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের নির্দেশনাসমূহ:

১. শীতকালীন শ্বাসতন্ত্রের রোগসমূহ থেকে রক্ষার জন্য মাস্ক ব্যবহার করুন।

২. হাঁচি-কাশির সময় মাস্ক বা টিস্যু দিয়ে নাক-মুখ ঢেকে রাখুন।

৩. ব্যবহৃত টিস্যু অবিলম্বে ঢাকনাযুক্ত ময়লা ফেলার ঝুড়িতে ফেলুন এবং হাত স্যানিটাইজার বা সাবান দিয়ে ধুয়ে ফেলুন।

৪. আক্রান্ত হয়েছেন এমন ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন এবং কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রাখুন।

৫. ঘন ঘন সাবান ও পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে ফেলুন (অন্তত ২০ সেকেন্ড)।

৬. অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ ধরবেন না।

৭. আপনি জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হলে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে থাকুন। প্রয়োজন হলে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন।

 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝