বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১
সংবাদ শিরোনাম :
শিরোনাম ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ৮ ফেব্রুয়ারি খুলনায় অমুক্তিযোদ্ধা শনাক্তকরণ শুরু,যশোর কতদূর? থানায় হামলায় অভিযুক্তরা মুক্ত,মার খেলো পুলিশ বাগেরহাটের পুকুরে নড়াইলের বধূ বৃষ্টির লাশ বেনাপোলে শ্রমিককে পিটিয়ে জখম,বোমা হামলার পর পণ্য লোড-আনলোড বন্ধ যশোরে সামান্য কিছু টাকার জন্য বৃদ্ধাকে পিটিয়ে হত্যা,অভিযুক্ত অপু পরিবার লাপাত্তা ভারতে দুই পুরুষের সঙ্গে নীল ছবি বানাতে গিয়ে বাংলাদেশি তরুণী গ্রেফতার চিন্ময়কৃষ্ণ দাসের জামিন নয় কেন,জানতে হাইকোর্টের রুল জানুয়ারিতে সড়কে ঝরেছে ৬ শতাধিক প্রাণ ছাত্রের গলায় শিক্ষিকার মালা,কপালে সিঁদুর রাঙানো বিয়ে নিয়ে তোলপাড় (ভিডিও)
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ দুদিনের ব্যবধানে যশোরে খুলনার লবণচারার ৪ ছিনতাইকারী ধরা

যশোরে পুলিশের পোশাকসহ ৩ ছিনতাইকারী আটক,মোটরসাইকেল ও চাকু উদ্ধার
প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি , ২০২৫, ০৬:৪৫:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2025-01-09_677fc59b65503.JPG

❒ যশোরে ডিবির অভিযানে আটক ছবি:

পুলিশের পোশাকসহ ছিনতাইকারী চক্রের ৩ সদস্য যশোর ডিবির জালে ধরা পড়েছে। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত পুলিশ রিফলেকটিং ভেস্ট, চাকু এবং ছিনতাইকৃত ৩টি মোটরসাইকেল উদ্ধার হয়েছে। যশোর ও খুলনায় পৃথক অভিযান চালিয়ে ডিবি পুলিশ তাদের আটক করে। তবে হাত ফসকে বেরিয়ে গেছে চক্রটির অন্যতম সহায়কারী যশোরের মহুরি মাসুদ। বুধবার (৮ জানুয়ারি) রাতে এক ব্রিফিংয়ে ডিবি পুলিশ এ তথ্য জানান। গতকাল আটক হয় খুলনার লবণচরার জিন্নাপাড়া বউবাজার এলাকার সুশীল কুমার পাল। আজ ওই গ্রামের ৩ ছিনতাইকারী ধরা পড়েছে জনতার হাতে। এনিয়ে দু’দিনের ব্যবধানে লবণচারা গ্রামের ৪ ছিনতাইকারী ধরা পড়লো। 

বুধবার আটককৃতরা হলো-যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামের হাসান হোসেন মোল্লার ছেলে বর্তমানে খুলনার সোনাডাঙ্গা ট্রাকস্ট্যান্ড এলাকার বাসিন্দা সাগর হোসেন রাজ, দিঘলিয়ার মাঝিগাতি গ্রামের মৃত মনোরঞ্জন বিশ্বাসের ছেলে বর্তমানে সোনাডাঙ্গার বাসিন্দা মিথুন বিশ্বাস ও বাগেরহাটের রামপালের শোগুনা গ্রামের বিমল কৃষ্ণ পালের ছেলে বর্তমানে খুলনার লবণচরার জিন্নাপাড়া বউবাজার এলাকার সুশীল কুমার পাল। অবশ্য তাদের অন্যতম সহযোগী মহুরি পরিচয়দানকারী মাসুদ নামে এক যুবক পালিয়ে গেছে। 

যশোরের চৌগাছার সলুয়াবাজারে লবণচারার ৩ ছিনতাইকারী গণপিটুনির শিকার

এদিকে আজ বৃহস্পতিবার কালো রঙের প্রাইভেটকারে ছুটে আসা লবণচরার ৩ ছিনতাইকারী ফিল্মি স্টাইলে আড়াই লাখ টাকা কেড়ে নিয়ে পালানোর সময় ধরা পড়ে গণপিটুনির শিকার হয়েছে। তারা হলো-মৃত আব্দুল্লাহর ছেলে ইমন (৩০), মোঃ বিল্লালের ছেলে ইমরান (৩২) ও মোঃ মনিরের ছেলে সুমন।

ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে এসআই খান মাইদুল ইসলাম রাজিব গোপন সূত্রে খবর পেয়ে যশোর শহরের জজকোর্ট মোড়ের ম্যাক্স কোচিং সেন্টারের সামনে অভিযান চালান। এ সময় ডিবি পুলিশ সাগর হোসেন রাজ এবং মিথুন বিশ্বাসকে আটক করে। পরে ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানান, তাদের আরেক সহযোগী সুশীল কুমার পালসহ অন্যরা পুলিশ রিফলেকটিং ভেস্ট (ডিবি পুলিশের পোশাক) গায়ে পরে এবং পুলিশ পরিচয়ে বরিশাল থেকে বাজাজ ডিসকভার মোটরসাইকেল, ফরিদপুরের মধুখালী থেকে রেজিস্ট্রেশন বিহীন কালো রঙের ১টি বাজাজ পালসার মোটরসাইকেল ও মাগুরা থেকে রেজিস্ট্রেশন বিহীন ১টি ইয়াহামা মোটরসাইকেল এবং ২টি মোবাইল ফোনসেট ছিনতাই করে এনেছেন। ছিনতাইকৃত ২টি মোটরসাইকেল তাদের হেফাজতে রয়েছে এবং অপর ১টি মোটরসাইকেল খুলনার সোনাডাঙ্গা ট্রাকস্ট্যান্ড এলাকায় রাখা আছে।

এছাড়া যশোরের তাদের সহায়তাকারী জজ কোর্ট মোড়স্থ ম্যাক্স কোচিং সেন্টার ভবনের নিচতলায় মহুরি মাসুদের চেম্বারে ছিনতাই কাজে ব্যবহৃত ১টি পুলিশ রিফলেকটিং ভেস্ট ও ১টি চাকু রেখে দিয়েছেন। এ সময় তাদের হেফাজত থেকে ২টি মোটরসাইকেল জব্দ এবং পরে মাসুদ মহুরির চেম্বারে তল্লাশি চালিয়ে ১টি পুলিশ রিফলেকটিং ভেস্ট, ১টি চাকু ও ১টি এন্ডোয়েড মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।

ডিবি জানায়, পরদিন বুধবার সকাল ৭টায় আটক দুই জনের স্বীকারোক্তিতে খুলনার রুপসার ইস্পাহানি গলি থেকে তাদের সহযোগী সুশীল কুমার পালকে আটক করা হয়। পরে আটক ৩ জনের স্বীকারোক্তিতে সোনাডাঙ্গা ট্রাকস্ট্যান্ড এলাকার লেবার অফিসের সামনে থেকে ছিনতাইকৃত অপর মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

অন্যদিকে, আজ বৃহস্পতিবার চৌগাছার সলুয়াবাজারে ব্যাংক থেকে আড়াই লাখ টাকা উত্তোলন করেন হালিমা নামে এক নারী। সেই টাকা কেড়ে নিয়ে পালানোর সময় ধরা পড়েছে লবণচারার ৩ ছিনতাইকারী।   

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝