সোমবার , ২০ জানুয়ারি ২০২৫ , ৭ মাঘ ১৪৩১
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
চৌগাছায় কবি আহমদ আলী সাহিত্যরত্ন প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন
প্রকাশ : বুধবার, ৮ জানুয়ারি , ২০২৫, ১০:১২:০০ পিএম
:
Shornolota_2025-01-08_677ea4050bdbf.png

যশোরের চৌগাছা উপজেলার দক্ষিণ কয়ারপাড়া গ্রামে কবি আহমদ আলী সাহিত্য রত্ম প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রেসক্লাব চৌগাছার সাবেক সভাপতি সহকারী অধ্যাপক মোঃ ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড বিশ্বিবিদ্যালয়ের অধ্যাপক ড .এম শওকত আলী।

এ সময় তিনি বলেন আমার পিতা আহমদ আলী অত্র অঞ্চলে ২৮টি মক্তব ও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। যশোর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতাদের মধ্যে তিনিও ছিলেন।

সারাজীবন তিনি শিক্ষকতা,সাংবাদিকতা ও সাহিত্য চর্চা করে গেছেন। পিতার পথ ধরেই আমরা সাধ্যমত এলাকার উন্নয়নে কাজ করার চেষ্টা করছি।

তিনি বলেন,জুলাই বিপ্লব কখনো বৃথা যেতে পারেনা। সরকারের পাশাপাশি আমাদের সকলের সহযোগিতায় দেশের উন্নয়নে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. আব্দুল মজিদ।

তিনি বলেন, ড.শওকত আলী একজন দেশ প্রেমিক মানুষ। তিনি নাড়ির টানে সেই যুক্তরাষ্ট্র থেকে দেশের বাড়ি কোয়ারপাড়ায় কবি আহমদ আলী সাহিত্য রত্নের নামে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করতে ছুটে এসেছেন।

তিনি যুক্তরাষ্ট্র বা জেলা বা রাজধানী শহরেও করতে পারতেন। সেটা না করে তিনি এ অঞ্চলের মানুষের মধ্যে আলো ছড়ানোর জন্য কয়ারপাড়া গ্রামে করলেন।

এ ছাড়া আরও বক্তব্য দেন লেঃ কর্ণেল (অবঃ) তাফসির আহমেদ,অধ্যাপক ইসারুল হক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম,অধ্যক্ষ মতিয়ার রহমান,অধ্যক্ষ মোস্তাক মোর্শেদ,ড.শওকতের সহধর্মিনী রুহিনা তাসমিন শেলী, মানবাধিকার কল্যাণ ট্রাস্ট্রের মহাপরিচালক সাইফুল ইসলাম, প্রেস ক্লাব চৌগাছার আহবায়ক অধ্যক্ষ শিহাব উদ্দীন, কবি ও গবেষক সাইফুল ইসলাম, সভাপতি ঝিকরগাছা উপজেলা মানবাধিকার কল্যান ট্টাস্টের সভাপতি আল হাজ হুমাযুন কবির উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মান্নান,বিএনপি নেতা নূর মোহাম্মদ,চৌগাছা সদর ইউনিয়ন বিএনপির সেক্রেটারী আবুল কালাম আজাদ,সাবেক ইউপি সদস্য মফজেল হোসেন, আবুল কালাম আজাদ,তারেক জিয়া পরিষদের যশোর জেলা শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক টিপু সুলতান, প্রধান শিক্ষক শাহীন মাহবুব,হাসান মাহমুদ,সহকারী শিক্ষক হাফিজুর রহমান,কয়ারপাড়া গ্রামের অরজুল্লাহ দফাদার প্রমূখ।

এ সময় বিশিষ্ট ব্যবসায়ী সফিউদ্দীন মল্লিক,প্রধান শিক্ষক শওকত আলী, ইঞ্জিনিয়ার রাজু আহমেদ, হুমায়ুন কবির, সাজ্জাদ মল্লিক,শিক্ষক কবিরুল ইসলাম সহ শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের ছাত্র তানভির ও অনুবাদ করেন ছাত্রী সোনালী খাতুন।

আলোচনা সভা শুরুর আগে প্রধান অতিথিসহ নেতৃবৃন্দ কবি আহমদ আলী সাহিত্যরত্ন প্রাথমিক বিদ্যালয়ের নামফ লক উন্মোচন ও ফিতা কেটে বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝