বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১
সংবাদ শিরোনাম :
শিরোনাম ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ৮ ফেব্রুয়ারি খুলনায় অমুক্তিযোদ্ধা শনাক্তকরণ শুরু,যশোর কতদূর? থানায় হামলায় অভিযুক্তরা মুক্ত,মার খেলো পুলিশ বাগেরহাটের পুকুরে নড়াইলের বধূ বৃষ্টির লাশ বেনাপোলে শ্রমিককে পিটিয়ে জখম,বোমা হামলার পর পণ্য লোড-আনলোড বন্ধ যশোরে সামান্য কিছু টাকার জন্য বৃদ্ধাকে পিটিয়ে হত্যা,অভিযুক্ত অপু পরিবার লাপাত্তা ভারতে দুই পুরুষের সঙ্গে নীল ছবি বানাতে গিয়ে বাংলাদেশি তরুণী গ্রেফতার চিন্ময়কৃষ্ণ দাসের জামিন নয় কেন,জানতে হাইকোর্টের রুল জানুয়ারিতে সড়কে ঝরেছে ৬ শতাধিক প্রাণ ছাত্রের গলায় শিক্ষিকার মালা,কপালে সিঁদুর রাঙানো বিয়ে নিয়ে তোলপাড় (ভিডিও)
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট

নড়াইলকে ডুবিয়ে যশোর দলের চমক
প্রকাশ : রবিবার, ৫ জানুয়ারি , ২০২৫, ০৫:১৩:০০ পিএম
স্বর্ণলতা ডেস্ক:
Shornolota_2025-01-05_677a93c0b2287.png

❒ যশোর দলের চমক ছবি:

অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেটে মাগুরা ভেন্যুতে সেরা হয়েছে যশোরের কিশোররা। আজ রোববার (৫ জানুয়ারি) ভেন্যুর শেষ ম্যাচে তারা মাগুরাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো। ভেন্যুতে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে খুলনা বিভাগীয় পর্যায়ের সেমিফাইনালে খেলবে যশোর। আগামী মঙ্গলবার চুয়াডাঙ্গা ভেন্যুতে সেমিতে মুখোমুখি হবে সাতক্ষীরা জেলার বিপক্ষে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত খেলায় যশোর দল একের পর এক চমক দেখাচ্ছে।

খুলনা বিভাগে রয়েছে তিনটি ভেন্যু। এসব ভেন্যু হচ্ছে মাগুরা, চুয়াডাঙ্গা ও খুলনা। এই ৩ ভেন্যুর শীর্ষে থাকা ৩টি দল খেলবে বিভাগীয় পর্যায়ের সেমিফাইনালে। আর ৩ ভেন্যুর নেট রান রেটে যারা শীর্ষে থাকবে, তারা চতুর্থ দল হিসেবে পা রাখবে সেমিতে।
কুয়াশার চাদরে ঢাকা সকালে নির্ধারিত সময়ের দুই ঘন্টার বেশি সময় পর খেলা শুরু হয়। টস জিতে ব্যাট করতে নেমে যশোরের বোলারদের সুনিয়ন্ত্রিত বোলিংয়ে মোটেও সুখকর হয়নি নড়াইলের স্কোর। তারা ২৫ ওভার দুই বলে মাত্র ৬২ রান করে। জয়ের লক্ষে ব্যাটিংয়ে নেমে ১৬ ওভার ৫ বলে ৮ উইকেট হাতে রেখে জয়ের উল্লাসে মেতে ওঠে যশোরের কিশোর দল।
নড়াইলের ব্যাটিং ইনিংসে ফারহান দুই বলে শূণ্য, আফিফ ২১ বলে একটি চারে পাঁচ, আল রাফি ২০ বলে তিনটি চারে ১৭, নেহাল ১০ বলে এক, ইসমাইল ২৯ বলে একটি চারে ১৫, গালিব ২২ বলে পাঁচ, হুসাইন পাঁচ বলে শুণ্য, মেহেদী ১৮ বলে অপরাজিত তিন, শিহাব ১১ বলে একটি চারে আট, সামিউল সাত বলে দুই ও সন্দীপ ছয় বলে শূণ্য রান করেন। অতিরিক্ত হতে সংগ্রহ ছয় রান।
যশোরের আদিয়ান হাসান ১৭, আফিফ হাসান লিখন দুই ও আল জান্নাত জিহাদ ১৭ রানে নিয়েছেন দু’টি করে উইকেট। একটি করে উইকেট নেন সাজ্জাদুল ইসলাম স্বপ্ন ও সিয়াম হাসান।

যশোরের ব্যাটিং ইনিংসে ফাহিম শাহারিয়া ৪১ বলে দু’টি চারে ১৫, সাবিন ওহী ২৬ বলে একটি চারে ১০, আল জান্নাত জিহাদ ১৩ বলে দু’টি চারে অপরাজিত ১৪ ও ওয়ালিদ ১০ বলে একটি চারে অপরাজিত ছয় রান করেন।
নড়াইলের মেহেদী ১৮ ও সন্দীপ ছয় রানে নিয়েছেন একটি করে উইকেট।
মাগুরা ভেন্যুতে প্রতিটি ম্যাচে যশোরের কিশোররা সহজ জয় তুলে নিয়েছে। প্রথম লেগে তারা ৬৮ রানে ও দ্বিতীয় লেগে ৭৮ রানে হারায়। এই ভেন্যুতে যশোরের অন্য প্রতিপক্ষ নড়াইলকে প্রথম লেগে চার উইকেট ও দ্বিতীয় লেগে আট উইকেটে পরাজিত করে।

এই সাফল্যে বড্ড আনন্দিত দলের কোচ অমিত কুমার নয়ন। তবে বিভাগীয় পর্যায়ে সেমিতে প্রতিটি দলই যোগ্যতার প্রমাণ দিয়ে উঠে এসেছে। সে কারণে মূল লড়াইটা হবে চুয়াডাঙ্গাতে। তারপর যশোর ভাল ফল করবে-প্রত্যাশা অমিতের।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝