বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ যশোরে একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট উৎসবমুখর পরিবেশে সম্পন্ন

শিরোপা জিতলো উপশহর একাডেমি (ভিডিও)
প্রকাশ : শনিবার, ৪ জানুয়ারি , ২০২৫, ০৯:৪২:০০ পিএম , আপডেট : শনিবার, ৪ জানুয়ারি , ২০২৫, ০৯:৪৮:৩৪ পিএম
স্বর্ণলতা ডেস্ক:
Shornolota_2025-01-04_6779580e1bd97.JPG

❒ পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ছবি:

যশোর শামস্-উল হুদা স্টেডিয়ামে একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। আজ মনিবার (৪ জানুয়ারি) ছিল শিরোপা ঘরে তোলার ম্যাচ। তবে নির্ধারিত সময় ও টাইব্রেকারে সাফল্য আসেনি। যেকারণে সাডেন ডেথে জয় পেয়ে শিরোপা জিততে হয়েছে উপশহর ফুটবল একাডেমিকে। পরাজিত হয়েছে হযরত ফুটবল একাডেমি। ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছেন চ্যাম্পিয়ন দলের হাসান।

ফাইনাল খেলার দিনে ম্যাচ আয়োজকরা মাঠ নিয়ন্ত্রণে দক্ষতার পরিচয় দিতে পারেননি-িএমন অভিযোগ রটেছে সর্বমহলে। ম্যাচটি যখন টাইব্রেকারে গড়ায় তখন কয়েকজনকে মাঠের ভেতরে ঢুকে ভিডিও ধারণ করতে দেখা যায়। এছাড়া সাবেক একাধিক ফুটবল খেলোয়াড়, দু’দলের কর্মকর্তারাও এ সময় মাঠের ভেতর অবস্থান নেন। এনিয়ে সমালোচনা হচ্ছে। এ ম্যাচেও খেলেছেন একাধিক বয়স্ক খেলোয়াড়। তাদের দু’টি একাডেমিতে কখনই দেখা যায়নি-এমন অভিযোগও ছড়িয়ে পড়েছে।


এছাড়াও ম্যাচ পরিচালনায় মুল রেফারি শফিকুল ইসলাম মিঠু মুন্সিয়ানার পরিচয় দিতে পারেননি। ম্যাচের ২২ মিনিটের মাথায় উপশহর ফুটবল একাডেমির রক্ষণভাগের একজন খেলোয়াড় নিজেদের অর্ধে সাইড লাইনের বাইরে ছিলেন। গোলের জন্য গড়া প্রতিপক্ষের একটি সম্ভবনাময় আক্রমণ তিনি আকস্মিকভাবে মাঠের বাইরে থেকে ভেতরে ঢুকে তা প্রতিহত করেন। আইন অনুযায়ী এ ক্ষেত্রে তাকে হলুদ কার্ড ও প্রতিপক্ষ ইনডাইরেক্ট ফ্রি কিক পাবেন। অথচ তিনি কোন ভুমিকা নেননি। এছাড়া বলের গতির সাথে তাল মিলাতেও ব্যর্থ হন।

এদিনের ম্যাচটি ছিল শিরোপা জয়ের লড়াই। তাই দু’দলের খেলোয়াড়, কর্মকর্তা ও উপস্থিত মুষ্টিসংখ্যক দর্শকদের মধ্যেও ছিল কিছুটা উত্তোজনা। মাঠের লড়াইয়ে দু’দলের খেলোয়াড়দের মধ্যে গতি থাকলেও গোল করার মত কোন সুযোগই তৈরি করতে পারেনি। যে আক্রমন হয়েছে তাতে গোলের যেমন সম্ভবনা ছিল না তেমন ছিল না কোন পরিকল্পনা। বেশিরভাগ ক্ষেত্রেই মাঝ মাঠ ও দু’লের রক্ষণভাগেই ছিল বলের আদান প্রদান।
নির্ধারিত সময়ের ম্যাচটি গোল সমতায় শেষ হলে সরাসরি টাইব্রেকারে গড়ায়। সেখানে উভয় দলই গোল করে চারটি করে। ফলে ম্যাচের ফলাফলের গড়ায় সাডেন ডেথে। প্রথম স্পট কিকটি নেন উপশহর ফুটবল একাডেমির সাগর। তিনি বলটি জালে জড়িয়ে দেন। প্রতিপক্ষ হযরত ফুটবল একাডেমির দলনেতা শাকিল আসেন পরের স্পট কিক নিতে। তিনি যে শটটি নেন তা গোলরক্ষক বিল্লাল ডানদিকে ঝাঁপিয়ে পড়ে প্রতিহত করার সাথে সাথেই জয়ের উল্লাসে মেতে ওঠেন উপশহর ফুটবল একাডেমির খেলোয়াড় কর্মকর্তা ও সমর্থকরা।

ম্যাচ শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। সোনালী অতীত ক্লাবের সভাপতি এবিএম আখতারুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন-প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, টুর্নামেন্ট কমিটির আহবায়ক সোহেল আল মামুন নিশাদ।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝