শিরোনাম |
যশোরে দুর্বৃত্তরা আরিফ হোসেন (২৮) নামে এক যুবককে পৈশাচিক কায়দায় কুপিয়ে জখম করেছে একই এলাকার হৃদয় নামে এক দুর্বৃত্ত। আজ রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় যশোর শহরের ঘোপ বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আরিফ ওই এলাকার কালু মিয়ার ছেলে।
হাসপাতালে আহত আরিফ জানান, সন্ধ্যার দিকে বাড়ির পাশে একটি দোকারের সামনে চা খাচ্ছিলাম। এ সময় ঘোপ নওয়াপাড়া এলাকার তোফাজ্জেলের ছেলে হৃদয় হঠাৎ ঘটনাস্থলে এসে আমাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে। পরে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
জরুরি বিভাগের ডাক্তার বিচিত্র মল্লিক জানিয়েছেন, আহতের ঘাড়ে ও পিঠে ক্ষত হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে ওয়ার্ডে প্রেরণ করা হয়েছে।
Tag এই রকম আরও টপিক