বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১
সংবাদ শিরোনাম :
শিরোনাম ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ৮ ফেব্রুয়ারি খুলনায় অমুক্তিযোদ্ধা শনাক্তকরণ শুরু,যশোর কতদূর? থানায় হামলায় অভিযুক্তরা মুক্ত,মার খেলো পুলিশ বাগেরহাটের পুকুরে নড়াইলের বধূ বৃষ্টির লাশ বেনাপোলে শ্রমিককে পিটিয়ে জখম,বোমা হামলার পর পণ্য লোড-আনলোড বন্ধ যশোরে সামান্য কিছু টাকার জন্য বৃদ্ধাকে পিটিয়ে হত্যা,অভিযুক্ত অপু পরিবার লাপাত্তা ভারতে দুই পুরুষের সঙ্গে নীল ছবি বানাতে গিয়ে বাংলাদেশি তরুণী গ্রেফতার চিন্ময়কৃষ্ণ দাসের জামিন নয় কেন,জানতে হাইকোর্টের রুল জানুয়ারিতে সড়কে ঝরেছে ৬ শতাধিক প্রাণ ছাত্রের গলায় শিক্ষিকার মালা,কপালে সিঁদুর রাঙানো বিয়ে নিয়ে তোলপাড় (ভিডিও)
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ শীতে জবুথবু অবস্থা,সবচেয়ে বেশি কষ্টে আছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ

চুয়াডাঙ্গা-গোপালগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর , ২০২৪, ০৯:১৯:০০ পিএম
স্বর্ণলতা ডেস্ক:
Shornolota_2024-12-12_675aff3616e66.JPG

❒ ঘন কুয়াশার সঙ্গে বইছে হিমেল হাওয়া ছবি:

মৃদু শৈত্যপ্রবাহে চুয়াডাঙ্গায় বেড়েছে শীতের প্রকোপ। দিনে সূর্যের লুকোচুরি আর রাতে ঘন কুয়াশার সঙ্গে বইছে হিমেল হাওয়া। মৃদু শৈত্যপ্রবাহে সৃষ্ট হাড় কাঁপানো শীতে বিপর্যপ্ত হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি কষ্টে আছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। শীতের পারদ আরও নামার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানিয়েছে চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। একইসঙ্গে গোপালগঞ্জের সঙ্গে যৌথভাবে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রাও এটি।

তিনি আরও বলেন, ঘন কুয়াশার কারণে ঠান্ডার পরিমাণ আরও বাড়তে পারে। কয়েক দিনের মধ্যে তাপমাত্রার পারদ আরও নামতে পারে।

জেলার সড়কগুলোতে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করছে। কনকনে ঠান্ডায় ঘর থেকে বের হতে পারছেন না খেটে খাওয়া মানুষজন। শীতের প্রভাবে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। রোগীদের মধ্যে শিশু ও বয়োজ্যেষ্ঠদের সংখ্যাই বেশি।

কুয়াশাচ্ছন্ন ঢাকা, নগরবাসীর শীতের অনুভূতি

কুয়াশাচ্ছন্ন রাজধানী ঢাকায় বৃহস্পতিবার সকালে দৃশ্যমানতা হ্রাস শীতের আগমনের বার্তা দিয়েছে। এদিন সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

ভোরের দিকে কুয়াশা বাড়তে থাকায় কিছু এলাকায় দৃশ্যমানতা কমে যায়।

শীতল আবহাওয়া উপেক্ষা করে ফুটপাতের বিক্রেতা, রিকশাচালক এবং ভোরের শ্রমিকদের তাদের কাজ চালিয়ে যাওয়ার জন্য গরম পোশাক পরে থাকতে দেখা গেছে।

অনেকের কাছে কুয়াশাচ্ছন্ন শহরের ব্যস্ত রাস্তায় মৌসুমী আকর্ষণের ছোঁয়া দিয়েছে।

ঢাকায় শীতের আবহাওয়া অব্যাহত থাকায় কুয়াশাচ্ছন্ন সকালগুলো স্বাভাবিক জনজীবনকে প্রভাবিত করার পাশাপাশি নগরীতে প্রত্যাশিত শীত মৌসুমের আগমনের ইঙ্গিত দিচ্ছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝