বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
ঝিকরগাছায় গোপালগঞ্জগামী যাত্রীবাহী বাস উল্টে খাদে,আহত ২০
প্রকাশ : বুধবার, ১১ ডিসেম্বর , ২০২৪, ০৮:২৩:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2024-12-11_6759a0a1d5335.jpg

যশোর বেনাপোল সড়কের ঝিকরগাছার গদখালি এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে গিয়ে বাসের ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬ জনকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বেনাপোল থেকে ছেড়ে আসা পলাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস গোপালগঞ্জ জেলায় উদ্দেশ্যে যাচ্ছিলো।

প্রত্যক্ষদর্শীরা জানান-পলাশ পরিবহন নামের যাত্রীবাহী বাসটি ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে যায়। এতে বাসটি ভেঙে দুমড়ে মুচড়ে গেছে। স্থানীয়রা ছুটে গিয়ে বাসের মধ্যে থাকা ২০ জন যাত্রীকে উদ্ধার করে। যারা সকলেই কমবেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬জনকে স্থানীয় ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে চলে যায়।
ঝিকরগাছা ফায়ার সার্ভিসের ইনচার্জ নয়ন বাবু বলেন, 'আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসের মধ্যে আটকে থাকা হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। আমরা যাওয়ার আগেই স্থানীয়রা অনান্য যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।'
ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ইনচার্জ টিপু সুলতান জানান, বাস উল্টে দুর্ঘটনায় আহত ৬জন যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে ঝিকরগাছা থানা পুলিশ ও নাভারন হয়ে পুলিশের সদস্যরা উপস্থিত হয়ে সড়কে আটকে থাকা যানবাহন মুক্ত করে দেন। প্রায় ঘন্টাখানেক ওই সড়কে যানজট সৃষ্টি হয়।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝