বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
র‌্যাবের বিলুপ্তি চান ফরহাদ মজহার
প্রকাশ : রবিবার, ৮ ডিসেম্বর , ২০২৪, ০৭:১৭:০০ পিএম
স্বর্ণলতা ডেস্ক:
Shornolota_2024-12-08_67559cce9c95a.JPG

❒ ফরহাদ মজহার ছবি:

আওয়ামী লীগ সরকারের গুম-খুনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) বিলুপ্তির দাবি তুলেছেন কলামিস্ট ও গবেষক ফরহাদ মজহার। তার মতে, বাংলাদেশের সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিবিকে আরও শক্তিশালী করতে হবে।

রোববার (৮ ডিসেম্বর) বিকেলে বিজিবি সদর দফতরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুনর্বাসন অনুষ্ঠানে এই দাবি জানান তিনি।


ফরহাদ মজহার বলেন, র‌্যাব গঠনের পরপরই আমি বলেছিলাম এই র‌্যাবের কারণে বিএনপির পতন ঘটবে। কারণ সেনাবাহিনীর একজন সদস্যকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে র‌্যাবে এনে এমন কিছু কাজ করাচ্ছেন যা তারা কখনও করে না। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে সবিনয় অনুরোধ করব আপনি র‌্যাবকে দ্রুত বিলুপ্ত ঘোষণা করবেন।

ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে এই কলামিস্ট বলেন, দেশের সকল নাগরিককে সামরিক ট্রেনিং নিতে হবে। দেশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যেভাবে ব্যবহার করা হয়েছে তা পৃথিবীর ইতিহাসে বিরল। হাসিনাকে পুনর্বাসন করতেই ভারত তাকে দিল্লিতে জায়গা দিয়েছে।

এ সময় কোনো ধরনের প্রোপাগান্ডায় কান না দেওয়ার আহ্বান জানান তিনি।

ফরহাদ মজহার আরও বলেন, জনতা-আইনশৃঙ্খলা বাহিনীর বিরোধ ৫ আগস্ট শেষ হয়েছে। এখন সৈনিকও জনতা, জনতাও সৈনিক। তাই দেশের ভেতর যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, দেশের সার্বভৌমত্ব নষ্ট না হয়, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।


দেশের যে ক্রান্তিকাল যাচ্ছে তাতে দেশবাসীকে সামরিক প্রশিক্ষণ দেওয়া উচিত বলেও মনে করেন এই কলামিস্ট।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝