সোমবার , ২০ জানুয়ারি ২০২৫ , ৭ মাঘ ১৪৩১
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ যশোর সেনানিবাসে কোর অব সিগন্যালসের বাৎসরিক অধিনায়ক সম্মেলন

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে সেনাপ্রধানের নির্দেশ
প্রকাশ : বুধবার, ১৩ নভেম্বর , ২০২৪, ০২:১৬:০০ পিএম , আপডেট : বুধবার, ১৩ নভেম্বর , ২০২৪, ০৩:১৯:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2024-11-13_67346ec9e01d0.JPG

❒ শোর সেনানিবাসে কোর অব সিগন্যালসের বাৎসরিক অধিনায়ক সম্মেলন ছবি:

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য কোর অব সিগন্যালসের সদস্যদের নির্দেশ দিয়েছেন। আজ বুধবার (১৩ নভেম্বর) সকালে যশোর সেনানিবাসে কোর অব সিগন্যালসের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সিগন্যালস্ ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের (এসটিসিঅ্যান্ডএস) সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশ দেন।

সম্মেলনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত কোর অব সিগন্যালসের অধিনায়ক ও বিভিন্ন কর্মকর্তাদের  উদ্দেশ্যে প্রধান অতিথি কোর অব সিগন্যালসের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন। সেই সঙ্গে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য কোর অব সিগন্যালসের সদস্যদের প্রতি আহ্বান জানান।


কোর অব সিগন্যালসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে জেনারেল ওয়াকার-উজ-জামান এই কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।


অনুষ্ঠানে সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যালস্ ব্রিগেডের কমান্ডাররা, সিগন্যালস্ ইউনিটগুলোর অধিনায়কেরা এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এরআগে বেলা ১১টার দিকে সিগন্যালস্ ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে পৌঁছান সেনাবাহিনী প্রধান। এ সময় তাঁকে জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; কোর অব সিগন্যালসের জ্যেষ্ঠ অফিসার, এ্যাডজুটেন্ট জেনারেল, কমান্ড্যান্ট, এমআইএসটি; জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া এবং কমান্ড্যান্ট, সিগন্যালস্ ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল অভ্যর্থনা জানান।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝