শিরোনাম |
❒ দীর্ঘ ৩১ বছর শিক্ষকতা
দীর্ঘ ৩১ বছর শিক্ষকতা শেষে অবসরে গেলেন যশোর সরকারি এম এম কলেজের অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর নাসিম রেজা । আজ ছিল স্যারের শেষ কর্ম দিবস। গুণী ওই শিক্ষকের অবসরজনিত বিদায়ের দিনটাকে স্মরণীয় করতে আয়োজন করা হয় জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এম এম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির। ড. এনাম হোসেনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন এম এম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু বক্কার সিদ্দিকী, প্রফেসর আখতার হোসেন প্রমুখ।
প্রফেসর নাছিম রোজার (৫৯) ১৪ বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডানে ১৯৯৩ সালে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ যোগদান করেন। একই বছর তিনি বদলী হয়ে যশোর এম এম কলেজে যোগদান করেন। চাকরী জীবনের বেশি ভাগ সময় তিনি এ কলেজে কর্মরত ছিলেন। আজ ২০২৪ সালের ৩০ অক্টোবর ছিল তার শেষ কর্মদিবস। দীর্ঘ এ সময়ে এই শিক্ষকের প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা লেখাপড়া, খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনসহ সব ক্ষেত্রে ব্যাপক সুনাম অর্জন করেছে। প্রফেসর নাসিম রেজা অর্থনীতি উপর একাধিক বই লিখিয়েছেন।