সোমবার , ৭ অক্টোবর ২০২৪ , ২২ আশ্বিন ১৪৩১
সংবাদ শিরোনাম :
শিরোনাম বেনাপোলে এলো ৫ টাকা ৭০ পয়সা দরে ভারতীয় ডিম সাতক্ষীরায় থানায় ভাংচুরের মামলায় যুবদলের বহিস্কৃত নেতা মিঠু গ্রেফতার দুই যাত্রীর মারামারির কারণে বিমানের জরুরি অবতরণ যেকোন মুহূর্তে হামলার শঙ্কায় ইরানে সব বিমানবন্দর বন্ধ ঘোষণা মহেশপুরে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ গ্রেফতার অধ্যক্ষকে মারপিট ও পদত্যাগে বাধ্য করা মামলায় প্রধান অভিযুক্ত হবিসহ দু’জন গ্রেফতার দুর্গাপূজা ঘিরে যশোর হাটচান্নির অঞ্জন-শিহাব সিণ্ডিকেটের পটকাবাজির মজুদ,নিশ্চুপ প্রশাসন নোয়াখালী জেলায় বন্যায় ১২ লাখ মানুষ পানিবন্দি,১২ জনের মৃত্যু লোকালয়ে বাঘসহ বন্যপ্রাণীর প্রবেশ ঠেকাতে সুন্দরবনের প্রায় ৪০ কি.মি. এলাকায় নাইলনের বেষ্টনী নড়াইলে হাসিনা-কাদেরসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
সাতক্ষীরায় আন্তঃজেলা ডাকাত সর্দারসহ ৩জন গ্রেফতার
প্রকাশ : সোমবার, ৩০ সেপ্টেম্বর , ২০২৪, ০৮:১৩:০০ পিএম
সাতক্ষীরা সংবাদদাতা:
Shornolota_2024-09-30_66fab28f5fd80.JPG

সাতক্ষীরা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত সর্দারসহ ৩জন গ্রেফতার হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর বিকালে সাতক্ষীরা থানাধীন লাবসা বাইপাস মোড় ও কালিগঞ্জের কৃষ্ণনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, কালিগঞ্জের শংকরপুর গ্রামের আব্দুর জব্বার তরফদারের ছেলে ইয়ার আলী (৩২), কালিকাপুর গ্রামের দলিল উদ্দিন মোড়লের ছেলে শাহিন আলম মোড়ল (৩২) ও জব্বার শেখের ছেলে মহিববুল্যাহ বাবু (২৮)।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম পুলিশ সুপারের সভাকক্ষে এক প্রেস ব্রিফিং এ এই তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা থানাধীন লাবসা বাইপাস মোড় হতে ১৭ মামলার আসামী ইয়ার আলীকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। এরপর তার স্বীকারোক্তিতে শাহিন আলম মোড়ল ও মহিববুল্যাহ বাবুকে কালিগঞ্জের কৃষ্ণনগর থেকে গ্রেফতার করা হয়।'

তিনি আরও বলেন, 'আসামী ইয়ার আলীর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, দস্যুতা, চুরিসহ বিভিন্ন থানায় ১৭ মামলা চলমান রয়েছে এবং তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত হতে জারিকৃত ৫টি গ্রেফতারী পরোয়ানা মুলতবী আছে। সম্প্রতি দেবহাটা থানার জগন্নাতপুর গ্রামের মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষের বাড়িতে ডাকাতি, কালিগঞ্জ থানাধীন ইউসুফপুর গ্রামের শাহীনুর রহমান গাজীর বাড়িতে দস্যুতা ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে নগদ টাকা ও স্বর্নালংকার লুন্ঠন করে ২ জনকে আহত করে। এই ঘটনায় আসামী ইয়ার আলী জড়িত আছে মর্মে তার সহযোগী আসামী বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে। আসামী ইয়ার আলী, মোঃ শাহিন আলম মোড়ল ও মহিববুল্যাহ বাবুর স্বীকারোক্তি মোতাবেক তাদের হেফাজত হতে একটি কালো লাল রংয়ের নম্বর প্লেট বিহীন ১৫০ সিসি পালসার মোটর সাইকেল, একটি কালো লাল রংয়ের নম্বর প্লেট বিহীন ১২৫ সিসি ডিসকভার মোটর সাইকেল ও একটি কালো সাদা রংয়ের নম্বরপ্লেট বিহীন ১০০ সিসি হিরো স্পিলিন্ডার প্লাস মোটর সাইকেল উদ্ধার করা হয়।'

পুলিশ সুপার আরো বলেন, 'তাদের বিরুদ্ধে সাতক্ষীরা কালিগঞ্জ থানার মামলা নং-০৭, তারিখ- ৩০/০৯/২০২৪ খ্রিঃ ধারা-৩৭৯/৪১৩ পিসি এর নিয়মিত মামলা রুজু হয়েছে।'

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মোঃ আমিনুর রহমান, ডিআইও-১ হাফিজুর রহমান, ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজসহ বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট পত্রিকার সাংবাদিকবৃন্দ।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝