শনিবার , ২১ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১
সংবাদ শিরোনাম :
শিরোনাম যশোরে ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতার বিক্ষোভ সমাবেশ,যা দাবি করলেন বক্তারা (ভিডিও) সাজাভোগ শেষে বেনাপোলে শিশুসহ ১৫ নারী আগে একদল জড়িত ছিল এখন অন্যদল-উপদেষ্টা নাহিদ যশোরে সড়কে ঝরলো ৩ জনের প্রাণ (ভিডিও) শহীদ ও আহতদের নামের খসড়া তালিকা প্রকাশ যশোরের বালিয়াডাঙ্গার একটি বাগানে পড়েছিল সাইকেল মিস্ত্রি কাশেমের লাশ,মৃত্যু নিয়ে ধোঁয়াশা(ভিডিও) চুয়াডাঙ্গার কেরু কোম্পানিকে দেশি মদ বোতলজাত করে বিক্রির অনুমতি দিলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়,সমালোচনা শুরু ঝিকরগাছায় গাছের সাথে যাত্রীবাহি বাসের ধাক্কায় একজন নিহত,আহত অনেক মনিরামপুরে সরকারি বালক বিদ্যালয়ের গাছ কেটে সাবাড় পুনর্মিলনী উৎসবকে ঘিরে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
যেকারণে ২০ হাজার বাংলাদেশির পাসপোর্ট ফেরত দিলো ভারত
প্রকাশ : সোমবার, ৩০ সেপ্টেম্বর , ২০২৪, ০৫:২০:০০ পিএম
স্বর্ণলতা ডেস্ক:
Shornolota_2024-09-30_66fa89eeac0f5.JPG

ভিসার আবেদন করা ২০ হাজারেরও বেশি বাংলাদেশির পাসপোর্ট ফেরত দিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ খবর অনুযায়ী ২০ হাজারের বেশি বাংলাদেশির পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে। ঢাকায় ভারতীয় হাইকমিশনকে উদ্দেশ্য করে ব্যাপক বিক্ষোভ ও হুমকির পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মূলত বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পরিষেবাগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ফলে এই পরিস্থিতির হয়।


টাইমস অব ইন্ডিয়া বলছে, বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে, বর্তমানে শুধুমাত্র সীমিত সংখ্যক জরুরি ভিসার আবেদনগুলো প্রক্রিয়া করা হচ্ছে। অবশ্য এর মধ্যে কিছু ব্যতিক্রম ভিসা আবেদনও অন্তর্ভুক্ত রয়েছে, যেমন-মেডিকেল ইমার্জেন্সি, স্টুডেন্ট ভিসা এবং তৃতীয় দেশে ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডবল-এনট্রি ভিসা।

এর আগে শেখ হাসিনা সরকারের পতনের পর বিক্ষোভের জেরে ভিসা পরিষেবা স্থগিত করা হয়েছিল। রাজনৈতিক পটপরিবর্তনের এই ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তোলে।


ভারতীয় এই সংবাদমাধ্যম বলছে, বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো অনেকাংশে বন্ধ করে দেওয়া হয়েছে। আর এর কারণে হতাশাগ্রস্ত আবেদনকারীদের অনেকেই ব্যাপকভাবে হাইকমিশনে ই-মেইল করছেন, এমনকি কিছু ই-মেইলে ভাঙচুরের হুমকিও রয়েছে।


প্রসঙ্গত, বাংলাদেশে ঢাকায় ভারতীয় হাইকমিশন ছাড়াও আরও চারটি কনস্যুলেট আছে। যেখান থেকে প্রতিবছর বিপুলসংখ্যক ভিসা অনুমোদন দেওয়া হয়। ২০২৩ সালে ভারত ১৬ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছিল। এর মধ্যে সাড়ে ৪ লাখই ছিল চিকিৎসা ভিসা। একইভাবে চলতি বছরের আগস্ট পর্যন্ত ৮ লাখ ভিসা দিয়েছে ভারত। যার মধ্যে ২ লাখই চিকিৎসা ভিসা। তবে হাসিনা সরকারের পতনের পর গত ৫ আগস্ট থেকে বাংলাদেশিদের ক্ষেত্রে ভারতীয় ভিসা প্রদান কঠোরভাবে সীমাবদ্ধ রয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝