শিরোনাম |
আবুধাবিতে মহিন উদ্দিন লিটন নামে এক বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত লিটন নোয়াখালীর সেনবাগ উপজেলার বিজবাগ ইউনিয়নের শ্যামেরগাঁও কেয়াম উদ্দিন হাজী বাড়ীর আবদুল ছালামের ছেলে। তিনি ১ মেয়ে ২ ছেলের জনক।
নিহতের ছেলে আশরাফুল ইসলাম রিমন জানান, তার বাবা সাড়ে ৩ বছর আগে জীবিকার তাগিদে আবুধাবি গিয়ে আল খাতাম নামক স্থানে একটি মাজরা চাকরি নেয়। গত শুক্রবার কর্মস্থলের পাশে দুর্বৃত্তরা কুপিয়ে মৃত্যু হয়েছে ভেবে রেখে চলে যায়। পরে পথচারীরা লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্বার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে।
এরমধ্যে দুদিন স্বামীর কোন খোঁজ-খবর না পাওয়ায় নাছিমা আক্তার সেখানে অবস্থানকারী তার ভাই জাহিদুল ইসলাম টিটুকে ফোন করে তার স্বামীর বিষয়টি জানায়। টিটু ঘটনাস্থলে গিয়ে জানতে পারে তার ভগ্নিপতি মহিউদ্দিন লিটন গুরুতর আহত অবস্থায় হাসপিতালে ভর্তি আছে। শনিবার দেশের স্থানীয় সময় সকাল ৭টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত বাংলাদেশি মহিন উদ্দিন লিটনের লাশ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছে পরিবার।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বিজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজাল।
Tag এই রকম আরও টপিক