শিরোনাম |
❒ উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন
উৎসবমুখর পরিবেশে মণিরামপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৪৯ জন ভোটারের মধ্যে ৪৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটাভুটিতে এসএম মজনুর রহমান ৩১ ভোট পেয়ে সভাপতি ও মোতাহার হোসেন ২৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদকে বিজয়ী হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি পদে ইলিয়াস হোসেন (বাংলাদেশ পোষ্ট) ও জি,এম ফারুক আলম (যায়যায় দিন ও প্রতিদিনের কথা) ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে অশোক কুমার বিশ্বাস (সকালের সময় ও প্রবর্তন) ২৮, ও আবু বক্কর সিদ্দিক (মানবজমিন) ২৫ ভোট, তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক পদে তাজাম্মূল হুসাইন ( গ্রামের কাগজ) ২৩ ভোট, ক্রীড়া ও সাংস্কৃতিক পদে উজ্বল রায় (গ্রামের কাগজ) ২৯ ভোট, প্রচার সম্পাদক পদে আলিমুন হসেন (প্রতিদিনের কথা) ২৫ ভোট, নির্বাহী সদস্য পদে বোরহান উদ্দীন জাকির (ইত্তেফাক) ২৯ ভোট, উৎপল বিশ্বাস (স্পন্দন) ২৮ ভোট, আব্দুল মতিন (নয়াদিগন্ত ও স্পন্দন) ২৪ ভোট, আব্বাস উদ্দীন (ভোরের ডাক ও প্রবাহ) ২১ ভোট এবং হোসাইন নজরুল হক (আমার সময়) ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
কার্য্যনির্বাহী কমিটির ১৪টি পদের বিপরীতে ২৭ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী করেন। এরমধ্যে অর্থ সম্পাদক পদে মিজানুর রহমান, সাংঠনিক সম্পাদক পদে এসএম সিদ্দিক ও দপ্তর সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন সোহান বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন এ্যাড. মকবুল ইসলাম, দাতা সদস্য আসাদুজ্জামান মিন্টু এবং প্রভাষক ফজলুল হক।