শিরোনাম |
❒ আগে থেকেই বিদ্যুয়াতি ছিল টেবিল ফ্যান
যশোরের সীমান্ত উপজেলা চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে শরিফুল ইসলাম (৪৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার হাকিমপুর ইউনিয়নের তাহেরপুর গ্রামের মৃত আব্দুল কাদের মণ্ডলের ছেলে। আজ সোমাবর (২৩ সেপ্টেম্বর) দুপুরে নিজ শয়নকক্ষে এই দুর্ঘটনা ঘটে। হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃতের ভাতিজা নাজমুল আলম বলেন, চাচা শরিফুল ইসলাম সোমবার সকালে মাঠে কাজে যান। প্রচণ্ড গরমে দুপুরের আগেই কাজ ছেড়ে চলে আসেন বাড়িতে। এরপর তিনি বাসার টেবিল ফ্যানের সুইচ অন করে শুয়ে পড়েন। টেবিল ফ্যানটি আগে থেকেই বিদ্যুয়াতি ছিল। অসাবধনতাবশত ফ্যান তার শরীরের ওপর পড়লে তিনি মারাত্মক আহত হন। দ্রুত উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহাগ হোসেন বলেন, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।