শুক্রবার , ২০ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১
সংবাদ শিরোনাম :
শিরোনাম গ্রেফতারের ক্ষমতা ‘দখল’, ইউনূসকে কি বার্তা সেনাদের ? ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যায় অংশ নেয়ায় সমন্বয়ক আহসান লাবিবকে অব্যাহতি যশোরের সাবেক এমপি ইয়াকুবসহ ৫ জনের বিরুদ্ধে মামলা,আসামি গ্রেফতারে ওসিকে নির্দেশ যশোরে প্রয়াত নায়ক সালমান শাহের জন্মদিন উদযাপন যশোরে প্রাথমিকের সহকারী শিক্ষকদের মানববন্ধন যশোরে বিদ্যুৎ বিভাগের ফাঁদে অর্ধলাখ গ্রাহক,চলছে গলাকাটা ব্যবসা! সাবেক এমপি রনজিৎ-এসপি আনিসসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা যশোরে ফিজিও থেরাপী ক্যাম্প অনুষ্ঠিত যশোরের সাবেক এসপি-ওসিসহ ১০ পুলিশসহ ১১ জনের বিরুদ্ধে গুমের মামলা যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ,গোলাগুলি-দোকানে আগুন
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ মনিরামপুরে ঘের দখল করে মাছ লুট ও মালিককে পিটিয়ে পা ভাঙার অভিযোগ

যশোরের সাবেক এমপি ইয়াকুবসহ ৫ জনের বিরুদ্ধে মামলা,আসামি গ্রেফতারে ওসিকে নির্দেশ

❒ অল্প কয়েকদিনের এমপি হয়ে চালিয়েছেন বহু নির্যাতন,আরও মামলার প্রস্তুতি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর , ২০২৪, ১১:২৮:০০ পিএম , আপডেট : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর , ২০২৪, ১১:৩০:০৬ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2024-09-19_66ec5f5238030.png

❒ ফাইল ছবি:

যশোর-৫ (মণিরামপুর) আসনের সাবেক এমপি এসএম ইয়াকুব আলীসহ ৫ জনের বিরুদ্ধে মাছের ঘের লুটপাট ও ঘের মালিককে মারপিট করে পঙ্গু করার অভিযোগে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) মনিরুজ্জামান নামে এক ব্যক্তি মামলাটি করেছেন। বিচারক অভিযোগ আমলে নিয়ে মনিরামপুর থানার ওসিকে এজাহার গ্রহণ ও দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদি আরজিতে উল্লেখ করেছেন-রফিকুল ইসলাম ও তার যৌথ মালিকানায় মনিরামপুর উপজেলার কাজিয়াড়া মৌজার পেড়োলী বিলের ১৮ বিঘা জমিতে একটি মাছের ঘের আছে। সাবেক এমপি ও তার সহযোগীরা সেই ঘের দখল করে নেন। টানা ৪ মাস ধরে আইন বিরোধী তৎপরতা করে আসছিলেন। হুমকি-ধামকি দিচ্ছিলেন। বিগত ২ সেপ্টেম্বর সকাল ৮ টার দিকে ১২/১৩ জন সন্ত্রাসী ঘেরে হামলা করে ও ১২ লক্ষাধিক টাাকর মাছ লুট করে বিক্রি করে দেয়। এ সময় বাঁধা দেয়ায় রফিকুল ইসলামকে মারপিট করে তার বাম পা ভেঙ্গে দেয় এবং জোরপূর্বক দুইটি সাদা কাগজে স্বাক্ষর করে নেয়। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে তৎসময়ের ওসি ধমক দিয়ে বের করে দেন। 

এমপি আওয়ামী লীগের নেতা ও এমপি হওয়ায় এতদিন মামলা করা যায়নি। থানা মামলা না নেয়ায় এবং হুমকি-ধামকি দেয়ায় আদালতে আসতেও সাহস পাননি।

বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে আদালতে মামলা করেছেন। তিনি আরও বলেন-ন্যায় বিচার পাওয়ার জন্য থানায় গিয়ে হুমকি-ধামকির শিকার হয়েছি। বিচার পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম। এখন পরিস্থিতি অনুকুলে হওয়ায় তিনি আদালতে যেয়ে ন্যায় বিচারের জন্য এসেছেন। তিনি বলেন-ভোট কাটাকাটি করে এমপি হয়েই দলীয় প্রতিপক্ষ ও সরকার বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর নানাভাবে নির্যাতন, হত্যায় মদদ ও স্থাবর-অস্থাবর সম্পত্তি দখলে মরিয়া হয়ে উঠেছিলেন ইয়াকুব। তার বিরুদ্ধে ভুক্তভোগীরা আরও মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান মামলাটির বাদী।

মামলাটির আইনজীবী আমজাদ হোসেন সত্যতা নিশ্চিত করে জানান-মহামান্য বিচারক অভিযোগ আমলে নিয়ে মনিরামপুর থানার ওসিকে এজাহার গ্রহণ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝