শুক্রবার , ২০ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১
সংবাদ শিরোনাম :
শিরোনাম গ্রেফতারের ক্ষমতা ‘দখল’, ইউনূসকে কি বার্তা সেনাদের ? ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যায় অংশ নেয়ায় সমন্বয়ক আহসান লাবিবকে অব্যাহতি যশোরের সাবেক এমপি ইয়াকুবসহ ৫ জনের বিরুদ্ধে মামলা,আসামি গ্রেফতারে ওসিকে নির্দেশ যশোরে প্রয়াত নায়ক সালমান শাহের জন্মদিন উদযাপন যশোরে প্রাথমিকের সহকারী শিক্ষকদের মানববন্ধন যশোরে বিদ্যুৎ বিভাগের ফাঁদে অর্ধলাখ গ্রাহক,চলছে গলাকাটা ব্যবসা! সাবেক এমপি রনজিৎ-এসপি আনিসসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা যশোরে ফিজিও থেরাপী ক্যাম্প অনুষ্ঠিত যশোরের সাবেক এসপি-ওসিসহ ১০ পুলিশসহ ১১ জনের বিরুদ্ধে গুমের মামলা যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ,গোলাগুলি-দোকানে আগুন
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ এমএম কলেজের আসাদ হলের সামনে শুকুর হত্যাকাণ্ড

যুবলীগ নেতা ফন্টু-বিপুল-শাহীসহ ১০জনের বিরুদ্ধে মামলা
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর , ২০২৪, ০৮:৩৫:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2024-09-19_66ec36f82c229.png

যশোর সার্কিট হাউসপাড়ার বাসিন্দা (খড়কি এলাকা) কামরুজ্জামান শুকুর ওরফে বাবুকে হত্যার অভিযোগে আদালতে মামলা হয়েছে। ঘটনার ৮ বছরের মাথায় নিহত শুকুরের পিতা মতিয়ার রহমান বাদী হয়ে ১০ জনকে আসামি করে মামলাটি করেছেন। বিচারক এ ঘটনায় থানায় মামলা আছে কি-না, তা জানাতে কোতয়ালি থানার ওসিকে ৭দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন-সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তৌহিদুর রহমান ফন্টু, সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, যশোর পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলার জাহিদ হোসেন মিলন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, সাবেক সাধারণ সম্পাদক সাল সাবিল আহম্মেদ জিসান, শাহ আব্দুল করীম রোডের জহিরের ছেলে তৌহিদ, মিশনপাড়ার রাজা মিয়ার ছেলে রাজিব, মাগুরা জেলার শালিখা উপজেলার না গোসা গ্রামের নুর ইসলাম নাহিদ, যশোর শহরের খড়কির হাজামপাড়ার বর্মন, শার্শা উপজেলার সাড়াতলা গ্রামের রাশেদ। অভিযোগ আমলে নিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া এ বিষয়ে কোতোয়ালি থানায় কোনো মামলা হয়েছে কিনা তা জানিয়ে আদালতে ৭দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার আরজিতে বাদী উল্লেখ করেন, শুকুর ব্যবসা বাণিজ্য করতেন। অন্যদিকে আসামিরা প্রায় রাতেই এমএম কলেজের আসাদ হলে মদ, ফেনসিডিল ও ইয়াবা সেবন করতেন। আসামিরা প্রায়ই শুকুরকে মাদক এনে দিতে বলতেন। কিন্তু শুকুর তাদের কথা শুনতেন না। এসব বিষয়ে শক্রতা শুরু হয়। এক পর্যায় আসামিরা শুকুরকে হত্যার পরিকল্পনা করে। তারই অংশ হিসেবে ২০১৬ সালের ৬ নভেম্বর বিকেলে জিসান শুকুরকে আসাদ হলের মধ্যে ডেকে নিয়ে যায়। এরপর ফন্টু ও মিলনের হুকুমে অন্য আসামিরা শুকুরকে রড দিয়ে বেধড়ক মারপিট করে। শাহী শুকুরকে রড দিয়ে মারপিট করে একই সময় ড্রিল মেশিন দিয়ে ডান পায়ের হাটুর উপরে ছিদ্র করে দেয়। আসাদ হলের সামনে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।  অন্য আসামিরাও শুকুরকে মারপিট করে। নুর ইসলাম নাহিদ ও বর্মণ শুকুরের হাত ও পায়ের নখ উঠিয়ে ফেলে। এক পর্যায় মাটিতে লুটিয়ে পরে শুকুর। এরপর আসামিরা শুকুর মারা গেছে ভেবে চলে যায়।

শুকুর সার্কিট হাউসপাড়ায় বসবাস করতেন। প্রয়াত এমপি খালেদুর রহমান টিটোর অনুসারী হিসেবে পরিচিতি ছিল তার।

নৃশংসতা দেখে ওই সময় প্রত্যক্ষদর্শীদের মধ্যে ত্রাস সৃষ্টি হয়। আসাদ হলে দেখা দেয় চরম উদ্বেগ-উৎকন্ঠা। রাজনীতি সচেতন মহলের দাবি ছিল-এমএম কলেজ ঘিরে আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা নিষ্কন্ঠ করার উদ্দেশ্যে শুকুরকে প্রকাশ্য দিবালোকে পৈশাচিক কায়দায় নির্যাতন করা হয়েছিল।

মামলার আরজিতে নিহত শুকুরের পিতা মতিয়ার রহমান উল্লেখ করেছেন-আশপাশের লোকজন শুকুরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছিলেন। চিকিৎসাধীন অবস্থায় ১২ নভেম্বর রাত ১১.৫৫ মিনিটে মৃত্যুরকোলে ঢলে পড়ে শুকুর। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করতে গেলে কর্তৃপক্ষ মামলা নেয় না। এছাড়া বিভিন্ন ধরনের হুমকি ধামকির ফলে মামলা করার সাহসও পাননি। পরিস্থিতি অনুকুলে আসায় তিনি আদালতে মামলা করেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝