শুক্রবার , ২০ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১
সংবাদ শিরোনাম :
শিরোনাম গ্রেফতারের ক্ষমতা ‘দখল’, ইউনূসকে কি বার্তা সেনাদের ? ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যায় অংশ নেয়ায় সমন্বয়ক আহসান লাবিবকে অব্যাহতি যশোরের সাবেক এমপি ইয়াকুবসহ ৫ জনের বিরুদ্ধে মামলা,আসামি গ্রেফতারে ওসিকে নির্দেশ যশোরে প্রয়াত নায়ক সালমান শাহের জন্মদিন উদযাপন যশোরে প্রাথমিকের সহকারী শিক্ষকদের মানববন্ধন যশোরে বিদ্যুৎ বিভাগের ফাঁদে অর্ধলাখ গ্রাহক,চলছে গলাকাটা ব্যবসা! সাবেক এমপি রনজিৎ-এসপি আনিসসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা যশোরে ফিজিও থেরাপী ক্যাম্প অনুষ্ঠিত যশোরের সাবেক এসপি-ওসিসহ ১০ পুলিশসহ ১১ জনের বিরুদ্ধে গুমের মামলা যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ,গোলাগুলি-দোকানে আগুন
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
সাবেক সেনা প্রধান আজিজ ও পুলিশ প্রধান বেনজীরসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

❒ তদন্তের ভার পেলো সিআইডি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর , ২০২৪, ০৫:৫১:০০ পিএম
স্বর্ণলতা ডেস্ক:
Shornolota_2024-09-19_66ec1055ebe8f.JPG

❒ ফাইল ছবি:

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ ও তার দুই ভাইসহ ৫জনের বিরুদ্ধে ১০০ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে এই মামলা দায়ের করেন জাপান-বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড পেপারস লিমিটেডের চেয়ারম্যান সেলিম প্রধান।


অন্য যাদের আসামি করা হয়েছে তারা হলেন- আজিজ আহমেদের ভাই তোফায়েল আহমেদ জোসেফ ও হারিস আহমেদ ওরফে হারিস হাসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৩) সাবেক অধিনায়ক শফি উল্লাহ বুলবুল।


শুনানি শেষে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন।


বাদী সেলিম প্রধান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাদী মামলায় অভিযোগে করেন, জোসেফ, হারিস, আজিজ ও বেনজিরের নির্দেশে র‍্যাবের সাবেক অধিনায়ক শফি র‌্যাব সদস্যদের একটি দল নিয়ে ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে তার (অভিযোগকারী) গুলশান কার্যালয়ে যান এবং চাঁদা হিসেবে একটি রেঞ্জ রোভার গাড়ি দাবি করেন। দাবি মানা না হলে অভিযোগকারীকে ভয়াবহ পরিণতির হুমকিও দেন তারা।

পরে ওই বছরের ২৪ সেপ্টেম্বর রাত ৯টার দিকে র‌্যাব কর্মকর্তা শফি আবার অভিযোগকারীর গুলশানের কার্যালয়ে যান এবং তাকে বলেন হারিস ও জোসেফ আপনার সঙ্গে কথা বলতে চান। কিন্তু অভিযোগকারী তাদের সঙ্গে কথা বলতে রাজি হননি। পরে শফি তাদের ক্রসফায়ারের হুমকি দেন।

এরপর ৩০ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে, জোসেফ, হারিস, আজিজ এবং বেনজিরের নির্দেশ অনুসারে র‌্যাব কর্মকর্তা শফি আরও কয়েকজন র‌্যাব সদস্যের সহায়তায় বাদীকে থাইল্যান্ড যাত্রার প্রাক্কালে হযরত শাহজালাল বিমানবন্দরে থাই এয়ারওয়েজ থেকে নামিয়ে নেয়। তারপর তারা বাদীকে উত্তরায় র‍্যাব হেডকোয়ার্টারে নিয়ে যায়। ব্যবসায়ী ওই বাদীকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে। তারা আবারও গাড়ি ও ১০০ কোটি টাকা চাঁদা দাবি করেন। বাদী আবারও ওই গাড়ি এবং টাকা দিতে অস্বীকার করায় তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে গ্রেপ্তার করা হয়। বাদীকে চার বছর জেল খাটতে হয়।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝