শুক্রবার , ২০ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১
সংবাদ শিরোনাম :
শিরোনাম গ্রেফতারের ক্ষমতা ‘দখল’, ইউনূসকে কি বার্তা সেনাদের ? ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যায় অংশ নেয়ায় সমন্বয়ক আহসান লাবিবকে অব্যাহতি যশোরের সাবেক এমপি ইয়াকুবসহ ৫ জনের বিরুদ্ধে মামলা,আসামি গ্রেফতারে ওসিকে নির্দেশ যশোরে প্রয়াত নায়ক সালমান শাহের জন্মদিন উদযাপন যশোরে প্রাথমিকের সহকারী শিক্ষকদের মানববন্ধন যশোরে বিদ্যুৎ বিভাগের ফাঁদে অর্ধলাখ গ্রাহক,চলছে গলাকাটা ব্যবসা! সাবেক এমপি রনজিৎ-এসপি আনিসসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা যশোরে ফিজিও থেরাপী ক্যাম্প অনুষ্ঠিত যশোরের সাবেক এসপি-ওসিসহ ১০ পুলিশসহ ১১ জনের বিরুদ্ধে গুমের মামলা যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ,গোলাগুলি-দোকানে আগুন
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ পেজার বিস্ফোরণের একদিন পর...

এবার লেবাননজুড়ে হিজবুল্লাহর ওয়াকিটকি বিস্ফোরণ,হতাহত অনেক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর , ২০২৪, ০২:৫০:০০ পিএম
:
Shornolota_2024-09-19_66ebe8a43a838.jpg

মাত্র এক দিন আগের সিরিজ পেজার বিস্ফোরণের পর এবার লেবাননজুড়ে ওয়াকিটকি বিস্ফোরিত হয়েছে। এই বিস্ফোরণে আরও ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪৫০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়ছে। এই ওয়াকিটকিগুলো লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ব্যবহার করত বলে জানা গেছে। লেবানিজ সম্প্রচারমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।


বুধবার বিকেলে বৈরুত, দক্ষিণ লেবানন ও বাক্কাজুড়ে ধারাবাহিক বিস্ফোরণের খবর পাওয়া যায়। এই বিস্ফোরণে সারা দেশে গাড়ি, মোটরবাইক, দোকান ও বাড়িঘরে আগুন ধরে যায় এবং অন্তত ১৪ জন নিহত ও প্রায় ৪৫০ হাজার আহত হন। তবে আহতদের বেশির ভাগই সামান্য আঘাত পেয়েছেন। তাঁদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


রয়টার্সের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হিজবুল্লাহর ব্যবহৃত যোগাযোগের যন্ত্রগুলো লেবাননের দক্ষিণে বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে বিস্ফোরিত হয়েছে। মঙ্গলবারের পেজার বিস্ফোরণে নিহত চারজনকে বিদায় জানাতে বৈরুতের দক্ষিণে অবস্থিত দাহিয়াহ এলাকায় জড়ো হয়েছিলেন অনেকে। সেখানেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।


ওই শেষকৃত্যানুষ্ঠানে নারী, শিশুসহ সব বয়সের মানুষই ছিল। নিহতদের কফিন নিয়ে শোকযাত্রাটি শুরু হওয়ামাত্রই বিস্ফোরণ ঘটে। শুরুতে অনেকে এই বিস্ফোরণকে আতশবাজি ভেবেছিল। কিন্তু পরক্ষণেই সেখানে চিৎকার, চেঁচামেচি ছাড়াও অনেককে ঘটনাস্থল থেকে দৌড়ে পালাতে দেখা গেছে।

একটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে বলেছে, লেবাননে সর্বশেষ হামলায় হাতে রাখা রেডিও যন্ত্রগুলোকে (ওয়াকিটকি) লক্ষ্যবস্তু করা হয়েছে। সূত্রটি এটাও জানিয়েছে, ওই রেডিওগুলো মঙ্গলবার বিস্ফোরিত হওয়া পেজারগুলোর সঙ্গে পাঁচ মাস আগেই কেনা হয়েছিল।

লেবাননের রাষ্ট্রচালিত ন্যাশনাল নিউজ এজেন্সি নতুন বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ওয়াকিটকি বিস্ফোরণের সর্বশেষ ধাক্কায় অন্তত ৯ জন নতুন করে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০০ জন। বেশ কয়েকজন আহত ব্যক্তিকে রাজধানী ও বেকা উপত্যকায় অবস্থিত বালবেকের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার রাতে বৈরুতের দাহিয়াহ থেকে বিবিসির সংবাদদাতা জানান, দ্বিতীয় বিস্ফোরণের পর এই শহরটিতে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়দের সবাই ফোন বা অন্যান্য ডিভাইস ব্যবহার করে এমন ব্যক্তিদের সন্দেহ করছেন। এমনকি বিবিসির সাংবাদিকদেরও ফোন বন্ধ রাখার জন্য বাধ্য করছেন তাঁরা।

এরআগে মঙ্গলবার পেজার বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করেছিল হিজবুল্লাহ। ইসরায়েলের বিরুদ্ধে বদলা নেওয়ারও অঙ্গীকার করেছে তারা। আজ বুধবার এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, প্রাণঘাতী পেজার বিস্ফোরণের ঘটনা ইসরায়েলের বিরুদ্ধে তাদের অভিযানের তীব্রতাই শুধু বাড়াবে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টায় এ নিয়ে ভাষণ দেওয়ার কথা রয়েছে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর।

 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝