শুক্রবার , ২০ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১
সংবাদ শিরোনাম :
শিরোনাম গ্রেফতারের ক্ষমতা ‘দখল’, ইউনূসকে কি বার্তা সেনাদের ? ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যায় অংশ নেয়ায় সমন্বয়ক আহসান লাবিবকে অব্যাহতি যশোরের সাবেক এমপি ইয়াকুবসহ ৫ জনের বিরুদ্ধে মামলা,আসামি গ্রেফতারে ওসিকে নির্দেশ যশোরে প্রয়াত নায়ক সালমান শাহের জন্মদিন উদযাপন যশোরে প্রাথমিকের সহকারী শিক্ষকদের মানববন্ধন যশোরে বিদ্যুৎ বিভাগের ফাঁদে অর্ধলাখ গ্রাহক,চলছে গলাকাটা ব্যবসা! সাবেক এমপি রনজিৎ-এসপি আনিসসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা যশোরে ফিজিও থেরাপী ক্যাম্প অনুষ্ঠিত যশোরের সাবেক এসপি-ওসিসহ ১০ পুলিশসহ ১১ জনের বিরুদ্ধে গুমের মামলা যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ,গোলাগুলি-দোকানে আগুন
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ আসন্ন দুর্গোৎসব

যশোরে পূজা পরিষদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়
প্রকাশ : বুধবার, ১৮ সেপ্টেম্বর , ২০২৪, ০৯:৪৩:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2024-09-18_66eaf5f31ed85.png

❒ শহিদ জয় ছবি:

আসন্ন শারদীয় দুর্গাপূজা-উপলক্ষ্যে যশোর পূজা উদযাপন পরিষদের জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোঃ জিয়াউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন সার্বজনীন দুর্গোৎসবকে শান্তিপূর্ণভাবে উদযাপনে নেতৃবৃন্দের মতামত প্রকাশের আহবান জানানো হয়।

পুলিশ সুপার পূজা উদযাপন বিষয়ে জেলা, উপজেলা এবং পৌর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের নিকট থেকে শারদীয় দুর্গা পূজার পূর্বপ্রস্তুতি ও গৃহীত ব্যবস্থা সম্পর্কে সকলের মতামত শোনেন।

পরবর্তীতে অনুষ্ঠানের সভাপতি ও জেলার নবাগত পুলিশ সুপার বক্তব্যের শুরুতেই উপস্থিত সকলকে আশ্বস্ত করে বলেন, যশোর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে এবং জেলা পুলিশের সকল কার্যক্রম চালু হয়েছে।

এসময় তিনি আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি মন্ডপে শতভাগ সিসি টিভি স্থাপনের বিষয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি বিশেষ আহ্বান করেন।

নবাগত পুলিশ সুপার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত নির্দেশনা অনুযায়ী উৎসব পালন করতে সকলের প্রতি বিশেষ অনুরোধ জানান।

তিনি আরো বলেন, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কোন ধরণের বিশৃঙ্খলা ও সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করার অপচেষ্টা করলে তাকে কঠোর হস্তে যশোর জেলা পুলিশ প্রতিহত করবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এক্ষেত্রে অপরাধীকে অপরাধী হিসাবেই বিবেচনা করা হবে সে কোন ধর্ম বা বর্ণের সেটা বিবেচ্য না।

পরিশেষে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সরকারি সকল নির্দেশনা যথাযথভাবে পালনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে সকলের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ নূর-ই-আলম সিদ্দিকী।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মোহাম্মদ ফিরোজ কবির,ও পূজা উদযাপন পরিষদের কমিটির অন্যান্য নেতৃবৃন্দ কর্মকর্তাগণ, উপস্থিত ছিলেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝