শিরোনাম |
❒ দিল্লির তৃতীয় নারী মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অতিশী
দিল্লির তৃতীয় নারী মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন আম আদমি পার্টির (এএপি) নেত্রী অতিশী মারলেনা। তার আগে কংগ্রেসের শীলা দীক্ষিত ও বিজেপির সুষমা স্বরাজ রাজ্যটির মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ১৭ সেপ্টেম্বর আম আদমি পার্টির বিধায়কদের সভায় দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে তার নাম চূড়ান্ত করা হয়।
দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পদত্যাগ করায় ৪৩ বছর বয়সী অতিশী দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন। বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তিনি ভারতের দ্বিতীয় নারী মুখ্যমন্ত্রী হতে চলছেন।
অতিশী ১৯৮১ সালের ৪ জুন দিল্লির একটি শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা বিজয় সিং এবং মা তৃপ্তা ওয়াহি দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।
অতিশী তার শিক্ষা জীবন শুরু করেন দিল্লির স্প্রিংডেল স্কুল থেকে। তিনি ইতিহাস বিষয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্ট স্টিফেন’স কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন। ২০০৫ সালে “রোডস স্কলার” হিসেবে অক্সফোর্ডের ম্যাগডালেন কলেজে যুক্ত হন তিনি।
অতিশী মারলেনা ২০১২ সালে আম আদমি পার্টির রাজনীতিতে যুক্ত হন। তখন থেকেই তিনি দলটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। এরপর ২০১৩ সালে এএপি দিল্লির ক্ষমতায় আসলে অতিশী শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়ার উপদেষ্টা নিযুক্ত হন। ২০১৮ সাল পর্যন্ত তিনি এই পদে বহাল ছিলেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পূর্ব দিল্লি থেকে দলের প্রার্থী হিসেবে অতিশীকে বেছে নেয় এএপি। তবে বিজেপি প্রার্থী ভারতীয় ক্রিকেট দলের বর্তমান কোচ গৌতম গম্ভীরের কাছে ৪.৭৭ লাখ ভোটের ব্যবধানে হেরে যান।
এরপর ২০২৩ সালের মার্চ মাসে দিল্লি মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয় অতিশীকে। দিল্লির অর্থ, শিক্ষা, রাজস্বসহ মোট ১৪টি দপ্তরের দায়িত্বে রয়েছেন ৪৩ বছর বয়সী অতিশী। কেজরিওয়াল জেলে থাকাকালীন এএপির যে নেতারা দুর্গ সামলেছিলেন তাদের মধ্যে অন্যতম অতিশী। শিক্ষাক্ষেত্রে এএপি সরকারের যে নামডাক, তারও কৃতিত্ব খানিকটা অতিশীকেই দেন দলীয় নেতাকর্মীরা।
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া