শুক্রবার , ২০ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১
সংবাদ শিরোনাম :
শিরোনাম গ্রেফতারের ক্ষমতা ‘দখল’, ইউনূসকে কি বার্তা সেনাদের ? ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যায় অংশ নেয়ায় সমন্বয়ক আহসান লাবিবকে অব্যাহতি যশোরের সাবেক এমপি ইয়াকুবসহ ৫ জনের বিরুদ্ধে মামলা,আসামি গ্রেফতারে ওসিকে নির্দেশ যশোরে প্রয়াত নায়ক সালমান শাহের জন্মদিন উদযাপন যশোরে প্রাথমিকের সহকারী শিক্ষকদের মানববন্ধন যশোরে বিদ্যুৎ বিভাগের ফাঁদে অর্ধলাখ গ্রাহক,চলছে গলাকাটা ব্যবসা! সাবেক এমপি রনজিৎ-এসপি আনিসসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা যশোরে ফিজিও থেরাপী ক্যাম্প অনুষ্ঠিত যশোরের সাবেক এসপি-ওসিসহ ১০ পুলিশসহ ১১ জনের বিরুদ্ধে গুমের মামলা যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ,গোলাগুলি-দোকানে আগুন
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
মোদীর‘উল্লাস’এবার পাকিস্তানেও,ভিক্ষা চাইতেই পুড়ল মুখ
প্রকাশ : বুধবার, ১৮ সেপ্টেম্বর , ২০২৪, ১২:২৫:০০ এ এম , আপডেট : বুধবার, ১৮ সেপ্টেম্বর , ২০২৪, ১২:২৮:৪৪ এ এম
স্বর্ণলতা আন্তর্জাতিক ডেস্ক:
Shornolota_2024-09-18_66e9ca2100114.JPG

এবার মোদীর প্রকল্প গ্রহণ করতে হবে পাকিস্তান সরকারকে। আর্থিক অবস্থা বেহাল। ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থাও। কয়েকদিন আগে দেশে শিক্ষা ক্ষেত্রে জরুরী অবস্থাও ঘোষণা করেছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এই অবস্থায় দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি এবং সমস্ত স্কুল-বহির্ভূত শিশুদের শিক্ষা দিতে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বা এডিবি-র কাছে আর্থিক সহায়তা চেয়েছিল ইসলামাবাদ। জবাবে, পাকিস্তানের ‘অকার্যকর শিক্ষা ব্যবস্থা’ ঠিক করতে এবং নাগরিকদের মানসম্পন্ন প্রশিক্ষণ দিতে ভারতের ‘উল্লাস’ (ULLAS) প্রকল্প গ্রহণ করার পরামর্শ দিয়েছে ঋণদাতা প্রতিষ্ঠানটি। অশিক্ষিত এবং আনুষ্ঠানিক পড়াশোনা থেকে বঞ্চিত প্রাপ্তবয়স্কদের সাহায্য করতে, ২০২৩ সালের জুলাই মাসে ‘দ্য আন্ডারস্ট্যান্ডিং অব লাইফলং লার্নিং ফর অল ইন সোসাইটি’ বা ‘উল্লাস’ (ULLAS) চালু করেছিল ভারত সরকার।

পাক সংবাদমাধ্যম ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’-এর প্রতিবেদন অনুযায়ী, পাক সরকারকে একটি কৌশলগত এবং বহুপাক্ষিক পরামর্শমূলক পদ্ধতি অবলম্বন করার সুপারিশ করেছে এডিবি। ভারত সরকার যে উল্লাস প্রকল্প চালু করেছে, সেই ধরণের একটি প্রকল্প চালু করতে বলা হয়েছে ইসলামাবাদকে। শিক্ষাকে সকলের আয়ত্বে আনতে কেন্দ্রীয় এবং প্রাদেশিক – দুই সরকারের সহযোগিতার প্রয়োজন বলে জানিয়েছে তারা। উল্লাসের মতো প্রকল্প পাকিস্তানে সফল হতে পারে বলে আশা প্রকাশ করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর পাকিস্তান সফরে আসছেন এডিবি প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া। ঠিক তার আগে ইসলামাবাদের কাছে এডিবির এই সুপারিশ এসেছে।

পাকিস্তান সরকারের নিজস্ব রিপোর্টই বলছে, সেই দেশের শিক্ষা ব্যবস্থা একেবারে অকার্যকর হয়ে গিয়েছে। ইসলামাবাদ ছাড়া, বাকি ১৩৪টি জেলাই শিক্ষার সূচক শোচনীয় অবস্থায় আছে। অধিকাংশ জায়গায় মানুষ হয় কোনও শিক্ষা ছাড়া বা স্বল্প শিক্ষা নিয়ে চাকরি করতে ঢুকছে। গত সপ্তাহে, আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে পাকিস্তান জানিয়েছিল, তাদের প্রায় ২ কোটি ৬০ লক্ষ শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত। সেই প্রেক্ষিতে শিক্ষা ক্ষেত্রে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।


“সকলের জন্য শিক্ষা” নিশ্চিত করতে পাঁচ বছরের মেয়াদের নতুন কেন্দ্রীয় প্রকল্প উল্লাস চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাব ছিল, তাদের শিক্ষার সুযোগ প্রদান করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। পাশাপাশি, মানুষকে প্রয়োজনীয় দক্ষতা বিকাশেও সহায়তা করা হয় এই প্রকল্পে। ১৫ বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের ক্ষমতায়িত করার লক্ষ্য়েই এই প্রকল্প চালু করা হয়েছিল। এই প্রকল্পের জন্য মোট ১,০৩৭.৯০ কোটি টাকা ব্যয় করা হয়। এর মধ্যে কেন্দ্র দেয় ৭০০ কোটি টাকা এবং রাজ্য দেয় ৩৩৭.৯০ কোটি টাকা।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝