শুক্রবার , ২০ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১
সংবাদ শিরোনাম :
শিরোনাম গ্রেফতারের ক্ষমতা ‘দখল’, ইউনূসকে কি বার্তা সেনাদের ? ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যায় অংশ নেয়ায় সমন্বয়ক আহসান লাবিবকে অব্যাহতি যশোরের সাবেক এমপি ইয়াকুবসহ ৫ জনের বিরুদ্ধে মামলা,আসামি গ্রেফতারে ওসিকে নির্দেশ যশোরে প্রয়াত নায়ক সালমান শাহের জন্মদিন উদযাপন যশোরে প্রাথমিকের সহকারী শিক্ষকদের মানববন্ধন যশোরে বিদ্যুৎ বিভাগের ফাঁদে অর্ধলাখ গ্রাহক,চলছে গলাকাটা ব্যবসা! সাবেক এমপি রনজিৎ-এসপি আনিসসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা যশোরে ফিজিও থেরাপী ক্যাম্প অনুষ্ঠিত যশোরের সাবেক এসপি-ওসিসহ ১০ পুলিশসহ ১১ জনের বিরুদ্ধে গুমের মামলা যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ,গোলাগুলি-দোকানে আগুন
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ যশোরে পানি সাশ্রয়ী প্রযুক্তির সম্প্রসারণ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা

পরিবর্তিত পরিস্থিতিতে কৃষিতে সংস্কার জরুরি
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর , ২০২৪, ০৭:১২:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2024-09-12_66e2e959b8198.png

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খরা ও আর্সেনিকপ্রবণ এলাকায় পানি সাশ্রয়ী (এডব্লিউডি) প্রযুক্তির সম্প্রসারণ প্রকল্পের অবহিতকরণ কর্মশালায় আলোচকবৃন্দ বলেছেন, কৃষি আমাদের আদি পেশা। এই পেশার মানুষকে সম্মান জানাতে হবে। পরিবর্তিত পরিস্থিতিতে অনেক কিছুই বদলাতে হবে। সেইসব বিষয়গুলোর মধ্যে প্রথমেই আমাদের কৃষিতে সংস্কার জরুরি।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদফতর যশোরের উপ-পরিচালকের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় এসব কথা বলেন আলোচকরা।

এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক (এএএন) কর্তৃক বাস্তবায়িত "বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খরা ও আর্সেনিক প্রবণ এলাকায় পানি সাশ্রয়ী (এডব্লিউডি) প্রযুক্তির সম্প্রসারণ প্রকল্প" অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক দীপক কুমার রায়। সম্মানিত অতিথি হিসাবে ভার্চুয়ালি আলোচনা করেন অ্যাম্বাসি অব জাপানের সেকেন্ড সেক্রেটারি দায়েচি ইয়োসাকা, এশিয়ান আর্সেনিক নেটওয়ার্কের পরিচালক তামিকো ইশিমায়া, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. সুশান্ত তরফদার প্রমুখ।
এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক, বাংলাদেশের নির্বাহী পরিচালক এম, শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদফতরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনিস্টিটিউট, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী, এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
ভূ-গর্ভস্থ পানিতে আর্সনিক দূষণ বিষয়ক গবেষণা ফলাফল উপস্থাপন করেন এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের কনসালটেন্ট মো. শামীম উদ্দিন। এরপর টেকসই কৃষি প্রযুক্তি-২ (স্যাপ-২) বিষয়ে উপস্থাপনা করেন প্রফেসর ড. আবিয়ার রহমান। শেষে "বাংলাদেশের দক্ষিণ- পশ্চিমাঞ্চলের খরা ও আর্সেনিক প্রবণ এলাকায় পানি সাশ্রয়ী (এডব্লিউডি) প্রযুক্তির সম্প্রসারণ প্রকল্প" কার্যক্রম বিষয়ে উপস্থাপন করেন প্রকল্পের এরিয়া ম্যানেজার কৃষিবিদ মো. মাহবুবুল আলম।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকলে মতামত ও পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের আঞ্চলিক ব্যবস্থাপক রেজাউল করিম।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝