শনিবার , ২১ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১
সংবাদ শিরোনাম :
শিরোনাম সাজাভোগ শেষে বেনাপোলে শিশুসহ ১৫ নারী আগে একদল জড়িত ছিল এখন অন্যদল-উপদেষ্টা নাহিদ যশোরে সড়কে ঝরলো ৩ জনের প্রাণ (ভিডিও) শহীদ ও আহতদের নামের খসড়া তালিকা প্রকাশ যশোরের বালিয়াডাঙ্গার একটি বাগানে পড়েছিল সাইকেল মিস্ত্রি কাশেমের লাশ,মৃত্যু নিয়ে ধোঁয়াশা(ভিডিও) চুয়াডাঙ্গার কেরু কোম্পানিকে দেশি মদ বোতলজাত করে বিক্রির অনুমতি দিলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়,সমালোচনা শুরু ঝিকরগাছায় গাছের সাথে যাত্রীবাহি বাসের ধাক্কায় একজন নিহত,আহত অনেক মনিরামপুরে সরকারি বালক বিদ্যালয়ের গাছ কেটে সাবাড় পুনর্মিলনী উৎসবকে ঘিরে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন পুলিশ চাইলে সবকিছু করা সম্ভব-সারজিস আলম
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
মাসুদ হত্যায় জামায়াত-শিবিরকে দায়ী করে বিচার চাইলেন জয়
প্রকাশ : সোমবার, ৯ সেপ্টেম্বর , ২০২৪, ০৯:৫৫:০০ পিএম
স্বর্ণলতা ডেস্ক:
Shornolota_2024-09-09_66df1add2de9e.JPG

❒ ফাইল ছবি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আব্দুল্লাহ আল মাসুদকে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে বলেও দাবি করেন তিনি।


সোমবার (৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই দাবি করে একটি পোস্ট দেন।

সজীব ওয়াজেদ জয় তার স্ট্যাটাসে দাবি করে বলেন, জামায়াত-শিবির তার এক পা কেটে নিয়েছে ২০১৪ সালে। তখন বাকি হাত-পাগুলোর রগও কেটে দিয়েছিল। ১০ বছর যাবৎ পঙ্গু জীবনযাপন করছিলেন আব্দুল্লাহ আল মাসুদ। গত ৩ সেপ্টেম্বর একটি ফুটফুটে কন্যা সন্তানের বাবা হয়েছিলেন।


তিনি বলেন, মেয়ের জন্য ওষুধ আনতে রাজশাহীতে বাড়ির পাশে ফার্মেসিতে গিয়েছিলেন মাসুদ। আর সেখানেই তাকে নির্মমভাবে হত্যা করেছে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা। মৃত্যুর সময় এক ফোঁটা পানি চেয়েছিলেন, তাও দেয়নি। আকুতি-মিনতি করে বলেছিলেন, ‘আমার চার দিন বয়সী একটি সন্তান আছে।’ কিছুই তাদের মন গলাতে পারেনি। কারণ মাসুদ একসময় ছাত্রলীগের রাজনীতি করতেন।


‘শিবির ক্যাডার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন এই হত্যার নেতৃত্ব দিয়েছেন’ অভিযোগ তুলে জয় বলেন, আমি মাসুদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং অবিলম্বে ঘাতকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

উল্লেখ্য, গত শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে শিশুসন্তানের জন্য ওষুধ কিনতে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন নগরীর বিনোদপুর এলাকায় যান আব্দুল্লাহ আল মাসুদ। গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে মাসুদের ওপর হামলা করা হয়। পরে একদল শিক্ষার্থী তাকে প্রথমে মতিহার থানায় নিয়ে যান। কিন্তু মতিহার থানায় ৫ আগস্টের সহিংসতার কোনও মামলা নেই। তাই বোয়ালিয়া থানায় আনা হয়, যেন কোনও সহিংসতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। কিন্তু তার শারীরিক অবস্থা গুরুতর দেখে সেনাবাহিনীর সহায়তায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝