শিরোনাম |
চুয়াডাঙ্গায় দ্রুত গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে হাদিউর রহমান হৃত্তিক (৩০) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন জনি আহমেদ (৩০) নামে আরেক আরোহী।
আজ বুধবার (১০ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে দর্শনা থানার বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত হাদিউর রহমান- তিতুদহ ইউনিয়নের বলদিয়া গ্রামের বিশ্বাস পাড়ার শান্তি বিশ্বাসের ছেলে এবং আহত জনি একই ইউনিয়নের বড়শলুয়া গ্রামের দাসপাড়ার আব্দুল জলিলের ছেলে।
স্থানীয়রা জানান, হৃত্তিক ও জনি দুই বন্ধু গভীররাতে বাড়ি ফেরার পথে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে দু’জনই মারাত্মক আহন হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হৃত্তিককে মৃত ঘোষণা করেন।
দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, দ্রুত গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় একজন নিহত হয়েছেন। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।