শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪ , ১৩ পৌষ ১৪৩১
সংবাদ শিরোনাম :
শিরোনাম কেশবপুরে বিএনপি’র উদ্যোগে বৌমা ও শাশুড়ির’ সমাবেশ কেশবপুর সুফলাকাঠি ইউপি চেয়অরম্যান গ্রেফতার ফুঁসে উঠেছেন যশোরের মুক্তিযোদ্ধারাও,শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান শেষে বিক্ষোভ মিছিল যশোরে একাডেমী কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে কর্মচারি সমিতির নেতৃত্বে দাউদ-কারুজ্জামান যশোরে আন্তঃক্যাডার বৈষম্য পরিষদের মানববন্ধন যশোরে হোটেল জাবিরে অগ্নিসংযোগে আ’লীগ নেতা স্বপন ও আইনজীবী জনি শ্যোন অ্যারেস্ট যশোরে ভুয়া ক্যাপ্টেন শাকিল গ্রেফতার,জিজ্ঞাসাবাদে প্রতারণার চাঞ্চল্যকর তথ্য স্বীকার যশোরে রাত পোহালে জামায়াতের কর্মী সম্মেলন,দেড়লাখ লোকসমাগমের টার্গেট গোয়েন্দা সংস্থা রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ কাদেরের
প্রকাশ : বুধবার, ১০ জুলাই , ২০২৪, ০৩:২২:০০ পিএম
ঢাকা সংবাদদাতা:
Shornolota_2024-07-10_668e541ab4a22.JPG

কর্মসূচি পরিহার করে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার (১০ জুলাই) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অনুরোধ জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, আদালত কোটা সংস্কার নিয়ে চার সপ্তাহের স্থাগিতাদেশ দিয়েছেন। শিক্ষার্থীদের নিজ নিজ ক্লাসে ফিরে যাওয়ারও আহ্বান জানিয়েছেন। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন। আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত। আদালতের নির্দেশনা অনুযায়ী মানুষের দুর্ভোগ হয়, এমন কর্মসূচি পরিহার করে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ জানাচ্ছি।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, তারা আদালতের নির্দেশ মেনে ফিরে গেলো কিনা, তা পর্যবেক্ষণ করে দেখি। না ফিরে গেলে কি করা হবে, এখনই এসব বলা সমীচীন হবে না, ভাবছি না।

তিনি বলেন, তারা যে বিষয় নিয়ে আন্দোলন করছে, আমরা তো সে বিষয়ে কোটামুক্ত সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা আমাদের সিদ্ধান্ত থেকে সরছি না। আদালতের সিদ্ধান্ত হবে চূড়ান্ত। আশা করি, আদালত বাস্তবসম্মত রায় দিয়ে সিদ্ধান্ত দেবেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেনশন নিয়ে ওবায়দুল কাদের বলেন, শিক্ষকদের ব্যাপারটাতেও যোগাযোগ আছে। অচিরেই এ সমস্যার সমাধান হবে।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর থেকে আজই ফিরছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী সব কর্মসূচি সম্পন্ন হয়েছে। বেইজিংয়ে তার রাত্রীযাপনের কথা ছিল। কিন্তু তিনি সেখানে না থেকে রাতেই দেশে ফিরে আসবেন।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, সায়মা ওয়াজেদ পুতুল দেশে আছেন। তিনি কিছুটা অসুস্থ, তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতেই দেশে ফিরে আসছেন। অনেকে মিথ্যা ও ভুল তথ্য দিচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝