শিরোনাম |
সাতক্ষীরায় অস্ত্রসহ দুই জনকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যায় কলারোয়া হাসপাতালের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সাতক্ষীরা সদরের তুজুলপুর গ্রামের মিজানুর রহমানের মেয়ে মনজিরা আক্তার (৩৪) এবং মাগুরা গ্রামের ইলিয়াস মোল্লার ছেলে আনোয়ার হোসেন (৩৭)।
র্যাব সাতক্ষীরার কোম্পানি কমান্ডার এএসপি ফয়সাল তানভীর জানান, গোপন খবরের ভিত্তিতে কলারোয়া হাসপাতালের সামনে থেকে তাদের দু’জনকে আটক করা হয়েছে। এসময় তাদের দেহ তল্লাসি করে অস্ত্র উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।