শিরোনাম |
পঞ্চাশোর্ধ নিজাম উদ্দিনকে সন্ধ্যা রাতে কুপিয়ে রিকশা নিয়ে গেছে যাত্রীবেশি দুই ছিনতাইকারী। আজ মঙ্গলবার (৯ জুলাই) যশোর শহরের পালবাড়ি বিহারী ক্যাম্পের পাশে এই ঘটনা ঘটে। আহত নিজামকে স্থানীয়রা যশোর সদর হাসপাতালে ভর্তি করেছেন। তিনি যশোর সদরর বাহাদুরপুর গ্রামের আলী বক্সের ছেলে।
চিকিৎসাধীন নিজাম উদ্দিন জানান-অসুস্থ স্ত্রীকে চিকিৎসা করানোর টাকা নেই। বাড়িতে অসুস্থ হয়ে পড়ে আছে। রিকশা চালিয়ে তার সংসার চলে। এদিন বিকেলে তিনি রিকশা চালিয়ে স্ত্রীকে চিকিৎসা করাতে চেয়েছিলেন। কিন্তু সন্ধ্যা সোয়া ৭টার দিকে পালবাড়ি মোড় থেকে দুই যুবক রিকশায় উঠে বিহারী ক্যাম্পের দিকে যেতে বলে। তাদের দেখে বুঝতে পারিনি তারা ছিনতাইকারী। বিহারী ক্যান্পের সন্নিকটে পৌঁছালে তারা রিকশায় বসে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দেয়।
এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় প্রচুর রক্তক্ষরণ হতে দেখে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করেছে। তিনি পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাওয়া হলে কোতয়ালি পুলিশ জানায় বিষয়টি জানা নেই। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি।
Tag এই রকম আরও টপিক