রবিবার , ১৩ জুলাই ২০২৫ , ২৯ আষাঢ় ১৪৩২
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
যশোরে গলায় ছুরি ঠেকিয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ,থানায় মামলা
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ জুন , ২০২৫, ১০:৩৪:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2025-06-12_684b01ee27523.JPG

❒ প্রতীকী ছবি:

যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ায় এক নারীকে গলায় ছুরি ঠেকিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৩ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। আসামিরা হলেন-ষষ্ঠিতলার আব্দুল খালেকের ছেলে মনিরুল ইসলাম, রেলগেট পশ্চিমপাড়ার ছালাম মিয়ার ছেলে দেলোয়ার হোসেন দেলো এবং ষষ্ঠিতলাপাড়ার ফরিদ উদ্দিনের ছেলে নিশান হোসেন।

ভুক্তভোগী নারী গত ২৭ মে যশোর আদালতে মামলাটি করেন। আদালতের নির্দেশে কোতোয়ালি থানা পুলিশ বুধবার এটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করেছে।

মামলার এজাহারে তিনি অভিযোগ করেছেন, অভিযুক্তরা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তার স্বামী কয়েক বছর ধরে নিখোঁজ, সেই সুযোগে আসামিরা বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত। এ নিয়ে মুখ খুলতে সাহস পাননি তিনি। গত ২০ মে দুপুরে রেলগেট পশ্চিমপাড়ায় ওই নারী একা থাকাকালে মনিরুল তার মাথায় পিস্তল ঠেকিয়ে অপহরণ করে নিয়ে যায়। পরে নিশানের বাড়ির পাশে একটি প্রাচীরঘেরা বাগানে নিয়ে গিয়ে তার গলায় ছুরি ধরে হত্যার হুমকি দিয়ে ৩জন মিলে পালাক্রমে ধর্ষণ করে। যাওয়ার সময় আসামিরা তাকে এসব ঘটনা কাউকে জানালে প্রাণে মারার হুমকি দেয়। বাধ্য হয়ে ওই নারী আদালতে মামলা করেন। আদালত কোতোয়ালি থানার ওসিকে মামলা গ্রহণের নির্দেশ দেন।

উল্লেখ্য,ওই নারীর বিরুদ্ধেও নানা অভিযোগ রয়েছে। তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি একাধিকবার কারাকারেও গিয়েছেন বলে স্থানীয়রা দাবি করেছেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝