রবিবার , ১৩ জুলাই ২০২৫ , ২৯ আষাঢ় ১৪৩২
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
যশোরে কর্মচারীর বিরুদ্ধে ৭ লক্ষাধিক টাকা আত্মসাতের মামলা
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ জুন , ২০২৫, ১০:২৮:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2025-06-12_684b0040d5f5d.JPG

৭ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে কর্মচারীর বিরুদ্ধে যশোর কোতয়ালি থানায় মামলা করেছেন পুরাতন কসবা কাজীপাড়া রোডের সার ব্যবসায়ী কাজী ফাহিম রেজা নুর। মামলায় দু’জনকে আসামি করা হয়েছে।

আসামিরা হলেন-পূর্ব বারান্দী মোল্লাপাড়া আমতলা এলাকার শাহ আলমের ছেলে নাহিদ আলম (৪১) এবং ঢাকার মোহাম্মদপুর থানার আসাদগেট এইএইচবি রোডের কোহিনুর হোসেনের ছেলে মাসুদ হোসেন জাহাঙ্গীর (৪১)।

এজাহারে ফাহিম রেজা উল্লেখ করেছেন, তিনি জৈব সারের ডিলার। ২০১৭ সাল থেকে ব্যবসা শুরু করেন। যশোর শহরতলীর রাজারহাটে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আসামি নাহিদ আলমকে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানে নিয়োগ দেন। আর আসামি জাহাঙ্গীর তার বন্ধু। প্রায় সময় তার প্রতিষ্ঠানে গিয়ে দুইজনে গল্প করে। ২০১৭ সাল থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত বিভিন্ন বাস ডিলারের কাছ থেকে সার বিক্রির টাকা উঠিয়ে থাকে। নাহিদ। কিন্তু চলতি বছরের জানুয়ারি সে তার প্রতিষ্ঠানের নাম করে টাকা উঠিয়ে তা জমা দেয় নি। টাকা উঠিয়ে আত্মসাৎ এবং পিকআপ ভাড়া বাবাদ মোট ৭ লাখ ১০ হাজার ২৫০ টাকা আত্মসাত করে। গত ১ ফেব্রুয়ারি সকালে সে তসরুফের কথা স্বীকার করে এবং ৩১ মে’র মধ্যে পরিশোধ করবে বলে জানায়। কিন্তু টাকা পরিশোধ না করলে গত ৫ জুন কাজীপাড়ায় তার নিজের বাড়িতে দুইজনকে ডেকে পাঠান। সেখানে ওই দুইজন টাকা পরিশোধ করবে না বলে জানায়। আরো বলে পারলে টাকা আদায় করে নিতে। তাকে হুমকিও দেয়। ফলে তিনি বাধ্য হয়ে থানায় মামলা করেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝