রবিবার , ১৩ জুলাই ২০২৫ , ২৯ আষাঢ় ১৪৩২
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ নির্বাচনী ভাবনা নিয়ে গণঅধিকার পরিষদের সংবাদ সম্মেলন

ড. ইউনূস পদত্যাগের নাটক করেছেন-ঝিনাইদহে রাশেদ খান
প্রকাশ : বুধবার, ১১ জুন , ২০২৫, ১০:৩৪:০০ পিএম
স্বর্ণলতা ডেস্ক:
Shornolota_2025-06-11_6849b04af0ba5.JPG

❒ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার প্রতিক্রিয়ায় ঝিনাইদহে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান ছবি:

‘গণঅধিকার পরিষদ কখনোই অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূসের পদত্যাগ চায়নি। আমরা সরকারের ভুলগুলো ধরিয়ে দিতে চেয়েছি। আমরা একটিবারের জন্যেও পদত্যাগ চাইনি। কিন্তু সরকারপ্রধান পদত্যাগের নাটক করেছেন। এটা জনগণের সঙ্গে ইমোশনালি ব্ল্যাকমেইল করা হয়েছে।’

আজ বুধবার (১১ জুন) সকালে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার প্রতিক্রিয়ায় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান এসব কথা বলেন। নির্বাচনী ভাবনা নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি।

সংবাদ সম্মেলনে রাশেদ খান বলেন, সরকার তার সফলতার কথা বলছে কিন্তু তাদের অসংখ্য ব্যর্থতা রয়েছে তা বলছে না। ব্যর্থতা উত্তরণে তারা কী করতে চায়, তা বলছে না। এ সরকার গণ-অভ্যুত্থানের সরকার। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে গঠিত সরকার। কিন্তু এ সরকার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জনগণ ও দেশের স্টেকহোল্ডার ও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিচ্ছে না। তারা এককভাবে সিদ্ধান্ত নিচ্ছে। তাদের একক সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি স্বৈরাচার সরকার প্রধান শেখ হাসিনার চরিত্রকে মনে করিয়ে দেয়। আলাপ-আলোচনা ছাড়া কোনো সিদ্ধান্ত নিলে তা গ্রহণযোগ্য হবে না। তিনি বলেন, ‘আমরা চাই গণ-অভ্যুত্থানের সরকার হবে ১৮ কোটি মানুষের সরকার।’


গণঅধিকার পরিষদের নেতা বলেন, ‘সরকারপ্রধান বলেছিলেন, প্রতি মাসে সরকারের কর্মকর্তা ও উপদেষ্টারা তাঁদের সম্পদের হিসাব দেবেন। কিন্তু গত ১০ মাসে একটিবারের জন্যও কেউ তাঁদের সম্পদের হিসাব দেননি। কিন্তু কয়েকজন উপদেষ্টার এপিএসের এনআইডি লক করা হলো। তাঁদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হলো। তাঁদের বিদেশ যেতে নিষেধাজ্ঞা জারি হলো, এসবই নাটক। সরকারের একজন নারী উপদেষ্টার বিরুদ্ধে লুটপাটের অভিযোগ উঠেছে, কিন্তু সরকার তদন্ত করছে না।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-ঝিনাইদহ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সাখাওত হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি আব্দুল আল মামুন, সাধারণ সম্পাদক রিহান হোসেন (রায়হান), যুব অধিকার পরিষদ নেতা রকিবুল হাসান, পৌর গণঅধিকার পরিষদের সভাপতি মাহফুজুর রহমান ও সদর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি হালিম পারভেজ।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝