শিরোনাম |
❒ যশোর কোতয়ালি থানায় অভিযোগ
যশোর রাজারহাটে এরিস্টো ফুড অটো রাইস মিলের ট্রাকচালক ঠান্ডু মোল্লাকে (৩২) ত্রিপল চুরির অপবাদ দিয়ে প্রতিষ্ঠানটির মালিক ধারালো রণকুল তার এক হাতের রগ কেটে ফেলে আটকে রাখেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। গতকাল ১৪ এপ্রিল সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) তিনি পালিয়ে এসে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। জরুরী বিভাগের চিকিৎসক জানিয়েছেন আহত যুবক শঙ্কামুক্ত।
আহত ট্রাকচালক ঠান্ডু মোল্লা ঝিনাইদহ জেলার মালিয়াট ইউনিয়নের দিঘারপাড়া গ্রামের ফঠিক মোল্লার ছেলে। অভিযুক্ত প্রতিষ্ঠান মালিক রণকুল যশোর শহরের মাইকপট্টি এলাকার বাসিন্দা।
আহত ঠান্ডু অভিযোগে বলেছেন-সম্প্রতি ট্রাক থেকে একটি ত্রিপল চুরি হয়। বিষয়টি মালিককে জানালে তিনি ক্ষিপ্ত হায়ে ধারালো দা দিয়ে তার হাতে কোপ দেন। এতে তার হাতের রগ কেটে যায়। পরিস্থিতি বেগতিক বুঝে অভিযুক্ত রণকুল নিজেই স্থানীয় এক চিকিৎসক দিয়ে কাটা স্থানে বেশ কয়েকটি সেলাই দেন এবং ঔষুদ কিনে মিলের ভেতর আটকে রাখেন। আজ তিনি কৌশলে পালিয়ে এসে থানায় অভিযোগ দায়ের করে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত অণুকুলের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
35144 এই রকম আরও টপিক