শিরোনাম |
যশোর সদরের কদমতলা হ্যাচারি পাড়ায় সুমন হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে দিন-দুপুরে এলোপাতাড়ী পিটিয়ে আহত করেছে একদল দুর্বৃত্ত। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। মারপিটে তার শরীরের বিভিন্ন স্থানে রক্ত ফোলা জখম ও একটি চোখে বড় ধরণের আঘাতের কারণে রক্ত ঝরছে। তবে চিকিৎসক জানিয়েছেন তিনি আশঙ্কামুক্ত। তবে চোখের চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
আহত সুমন সুজলপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।
আহতের স্বজনরা অভিযোগে বলেন-সুমন ব্যক্তিগত কাজে ওই এলাকায় গিয়েছিলেন। হঠাৎ কোনো কিছু বুঝে ওঠার আগেই ওই এলাকার শাহ আলমের ছেলে মনি খোড়া, তার ছেলে রাতুল ও শামসুর ছেলে রিমন অতর্কিত ভাবে হামলা চালায়। তারা এলোপাতাড়ী কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করে জখম করেছে। তবে কি কারণে এই হামলা করা হয়েছে-তা জানা নেই।
এ বিষয়ে কোতয়ালি থানা পুলিশ জানায়-বিষয়টি জানা নেই। অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।