শিরোনাম |
❒ শার্শায় ধানক্ষেতে পড়েছিল ২টি পাইপ গান ছবি:
যশোরের শার্শা থানার বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর ১নং কলোনীর তালতলা মাঠ এলাকায় ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি দুটি পাইপ গান উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই হুসাইন মুহম্মদ ইমদাদুল হকের নেতৃত্বে একদল ফোর্সসহ রুটিন ডিউটি করার সময় গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান। আজিজুর রহমানের ধানক্ষেতে অভিযান পরিচালনা করে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে দেশীয় অস্ত্র দুটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে একটি কাঠের বাটসহ যার দৈর্ঘ্য ২ ফুট এবং অপরটি কাঠের বাটসহ দুই খণ্ডে বিভক্ত যার দৈর্ঘ্য ২ ফুট ২ ইঞ্চি।
ঘটনার বিষয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের জিডি নম্বর-৩৫৭, তারিখ-১৫/০৪/২০২৫ খ্রিঃ অনুযায়ী সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি কিংবা কোনো সুনির্দিষ্ট ব্যক্তির সংশ্লিষ্টতা শনাক্ত হয়নি। স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, এ ঘটনায় কোনো ভিকটিম বা পূর্বপ্রাপ্ত গোয়েন্দা তথ্য ছিল না। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এডিআইও রমজান আলী এবং ওয়াচার কনস্টেবল মাসুদ রানা গাজী।