শিরোনাম |
❒ উপবাসে ত্রুটি থাকতে পারে-মন্তব্য প্রধান সন্ন্যাসীর
মণিরামপুরে চড়ক পূজায় খেজুর ভাঙ্গতে গিয়ে গাছ থেকে পড়ে দেবপ্রসাদ দেবু ওরফে ছোট্ট (৩৭) নামে এক সন্ন্যাসীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৪ এপ্রিল) বিকাল ৫ টার দিকে মণিরামপুর উপজেলার তাহেরপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। দেবপ্রসাদ দেবু ওরফে ছোট্ট একই গ্রামের অজিত দাসের ছেলে। এ ঘটনায় পরিবারটিতে কান্নার রোল পড়ে গেছে। প্রতিবেশিদের মধ্যেও নেমেছে শোকের ছায়া। এরআগে এভাবে কোনো সন্ন্যাসীর মৃত্যুর রেকর্ড জানা নেই-বলছেন স্থানীয়রা।
জানাযায়, চড়ক পূর্জা অর্চনা করতে খেজুর ভাঙ্গা উৎসবে একত্রিত হন সন্নাসীরা। সোমবার বিকালের দিকে মণিরামপুর আর্দশ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংলগ্ন খেজুর গাছে ওঠেন সন্নাসী দেবু। এক পর্যায়ে প্রায় ৪০ ফুট উচু গাছের মাথা থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ঘটনাস্থলে বিপুল লোকসমাগম ঘটে। সবার চোখে মুখে ছিল শোকের ছায়া। কেউ কাদছেন, কেউ দিচ্ছেন স্বান্ত্বনা। চড়ক পূজার বালা (প্রধান সন্ন্যাসী) এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তবে তিনি বলছেন-অনেক সময় উপবাসে ত্রুটি থাকলে কাটা ফুটে ক্ষত-বিক্ষত হওয়ার নজির আছে।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী বলেন, ঘটনাটি জানার পর পুলিশ পাঠান হয়েছে।