শিরোনাম |
❒ যুবকের মাথাসহ শরীরের একাধিক স্থানে এলোপাতাড়ী মারপিটের চিহৃ
যশোর ঝুমঝুমপুরে রকি (২২) নামে এক যুবককে মাথাসহ সারা শরীরে এলোপাতাড়ী পিটিয়ে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করে নিয়ে গেল ৩ জনের একদল উড়ন্ত ছিনতাইকারী। আজ সোমবার (১৪ এপ্রিল) বিকেল গড়িয়ে সন্ধ্যার আগমুহূর্তে প্রকাশ্যে এ ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা মোটরসাইকেলে ছুটে এসে ফিল্মি স্টাইলে এ ঘটনা ঘটিয়ে স্থান ত্যাগ করে। পরে আহত যুবককে স্থানীয়রা উদ্ধার যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। জরুরী বিভাগের চিকিৎসক জানিয়েছিন কিছু টেস্ট করানোর পর জানা যাবে আহতের অবস্থা কতটা গুরুতর।
আহত যুবক ফতেপুর এলাকার আব্দুর রশিদের ছেলে।
সরকারের একটি গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে-রকি সন্ধ্যা ৬টার দিকে ঝুমঝুমপুর স্কুল মোড়ে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ একটি পালসার মোটরসাইকেলে ৩ যুবক এসে তার পাশে দাঁড়িয়ে পকেটে হাত ঢুকিয়ে দেয়। এ সময় রকি কারণ জানতে চাইলে তার মাথায় প্রথম আঘাত করে তারা। এ সময় রকি মাটিতে লুটিয়ে পড়লে এলোপাতাড়ী পিটিয়ে জখম করে ছিনতাইকারীরা আহতের পকেট থেকে ৩৫ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন ও ৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।
বর্তমানে তিনি সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।
এ বিষয়ে কোতয়ালি মডেল থানা পুলিশ জানায়, বিষয়টি জানা নেই। কেউ অভিযোগ দিলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
35132 এই রকম আরও টপিক