মঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫ , ১৫ বৈশাখ ১৪৩২
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউটে বর্ষবরণ উদযাপন
প্রকাশ : সোমবার, ১৪ এপ্রিল , ২০২৫, ০৭:০০:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2025-04-14_67fd07119986b.jpeg

নানা আয়োজনে আনন্দ-উৎসবে বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দকে বরণ করলো যশোর আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ ও আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা।

১লা বৈশাখ (১৪ এপ্রিল) সোমবার সকালে যশোর শহরতলীর পুলেরহাটস্থ ক্যাম্পাসে আয়োজন করা হয় নববর্ষের অনুষ্ঠানমালা।
সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান আরম্ভ করা হয়। এরপর বর্ষবরণের চির পরিচিত ‘এসো হে বৈশাখ এসো এসো’ গানটির মধ্য দিয়ে মুল সাংস্কৃতিক পরিবেশনা করেন ছাত্রীরা। সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো: ইমদাদুল হক, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সন্জয় সাহা, নার্সিং ইনস্টিটিউটর অধ্যক্ষ ড. ফিরোজা বেগম, অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার, বায়োকেমেস্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মারুফা আখতার।
অনুষ্ঠানে কবিতা, গান, নৃত্য পরিবেশন করেন শিক্ষার্থীরা। অ্যানেস্থেশিয়লজি বিভাগের প্রধান ডা. আফজাল হোসেন খান গান পরিবেশন করেন।
মেডিকেল কলেজের দেশি-বিদেশি শিক্ষার্থীরা নানা রকম খাবার ও চুড়ির স্টল বসান। নার্সিং ছাত্রীরাও খাবার ফুল এবং সাজসজ্জার স্টল দেন। এসব স্টল থেকে সবাই খাবার ক্রয় করেন।
গোটা আয়োজনে শিক্ষক-শিক্ষার্থীরা আনন্দঘন সময় অতিবাহিত করেন। বিদেশি শিক্ষার্থীরা বাঙলা বর্ষবরণ অনুষ্ঠানে শাড়ি পড়ে সেজে গুজে উপস্থিত থেকে এদেশের সংস্কৃতির সাথে পরিচিতি লাভের সুযোগ পান। শিক্ষার্থীদের অভিভাবকরাও বর্ষবরণ আয়োজনে শামিল হন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেডিকেল শিক্ষার্থী শমন্তি শারমিন দোলা ও স্বরণিকা বিশ্বাস।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝