শিরোনাম |
❒ যশোর ইনস্টিটিউটের রওশন আলী মঞ্চ ছবি:
সুদীর্ঘ ৭৩ বছরের সুপ্রাচীন সাংস্কৃতিক সংগঠন সুরবিতান সংগীত একাডেমির বাংলাবর্ষ বরণে সকাল ও বিকালে নানা অনুষ্ঠানে যশোরবাসীকে আনন্দ-উৎসবে মাতিয়ে তুলেছে। এবারের আয়োজনে সংগঠনটি কিছুটা ব্যতিক্রমী আয়োজন করেছে। শুধু মাত্র প্রভাতী অনুষ্ঠানের মধ্যে নিজেদের আয়োজন সীমাবদ্ধ রেখেছে সুরবিতান।
সংগঠনের বন্ধুদের বর্ণিল সাজ আজ উৎসব আমেজে ভোর সকালেই প্রাণ পায় যশোর ইনস্টিটিউটের রওশন আলী মঞ্চ। সকাল সাড়ে ৬ টায় বাজে উৎসবের বাঁশি। শিশু থেকে শুরু করে সংগঠনের সকল বয়সী বন্ধুদের মনোমুগ্ধকর নানা পরিবেশনার মধ্যে ছিল হারানো দিনের গান, নজরুল, রবীন্দ্রনাথসহ ৫ গীতি কবি গান, নৃত্য ও আবৃত্তি। অনুষ্ঠান শেষে আনন্দ শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে সংগঠন কার্যালয়ে লুচি, বুন্দিয়া আর আলুর তরকারিতে হয় অতিথি আপ্যায়ন ।
যশোর তথা দেশের পুরানো সাংস্কৃতিক সংগঠন হওয়াতে সুরবিতানের শিল্পী শিক্ষার্থী শুভাকাঙ্খি পরিবার অনেক বড়। ৭ দশকের পথ চলায় যারা সংগঠনটির সাথে সম্পৃক্ত আছেন এবং থেকেছেন অনেকেই প্রাণের টানে বর্ষ বরণের দিন আসেন অনুষ্ঠানস্থলে। সামিল হন মিষ্টিমুখের আয়োজনে। আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও আহবানে বর্ষবরণ করেছে সুরবিতান।
সংগঠনটির ধারাবাহিক মনোমুগ্ধকর অনুষ্ঠান সারাদেশের মানুষের প্রশংসা পেয়ে আসছে।
35122 এই রকম আরও টপিক