শিরোনাম |
❒ নবকিশলয় বিদ্যালয় মাঠে স্বাগত জানায় ১৪৩২ এর প্রথম সূর্যকে ছবি:
যশোরবাসীকে আনন্দ-উৎসবের বন্যায় ভাসাতে সুরধুনী সংগীত নিকেতন ও বিবর্তন যশোর নববর্ষের প্রথম দিনে নানা আয়োজন করে নানা অনুষ্ঠানের। বর্ষবরণের আয়োজন মানেই নব কিশলয় স্কুল মাঠে সুরবিতান ও সুরধুনীর সম্মিলীত আয়োজন।
গত কয়েক বছর ধরে আয়োজনের ধারাবাহিকতায় এটায় দেখে আসছে যশোরবাসী। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ভোর ৬ টায় সংগঠন দুটির বন্ধুরা বর্ণিল আয়োজনে নবকিশলয় বিদ্যালয় মাঠে স্বাগত জানায় ১৪৩২ এর প্রথম সূর্যকে। ঘন্টা তিনেকের অনুষ্ঠান শেষে তারা মিলিত হয় আনন্দ শোভাযাত্রায়। বিচিত্র রঙে রাঙানো বর্ণিল সাজে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন সকলে। উভয় সংগঠনের বন্ধুরা বাদ্যের তালে তালে নৃত্য গীতের মাধ্যমে যশোরবাসীকে শুভেচ্ছা জানান। আনন্দ শোভাযাত্রা শেষে নিজ নিজ সংগঠন প্রাঙ্গণে লুচি, বুঁন্দিয়া ও আলুর দমে অতিথি আপ্যায়ন ও আড্ডার পাশাপাশি চলছে বৈকালিক আয়োজনের প্রস্তুতি। বিকেল সাড়ে ৪ টায় ফের নব কিশলয় স্কুল মাঠে বসবে সংগঠন দুটির আনন্দ আয়োজন।