মঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫ , ১৫ বৈশাখ ১৪৩২
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
চৌগাছায় ড্রাগন ক্ষেতে গাঁজার চাষ,কৃষক আটক
প্রকাশ : রবিবার, ১৩ এপ্রিল , ২০২৫, ০৬:৫০:০০ পিএম , আপডেট : রবিবার, ১৩ এপ্রিল , ২০২৫, ০৭:৫১:৪৮ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2025-04-13_67fbc145da785.jpg

❒ চৌগাছায় ড্রাগন ক্ষেতে গাঁজার চাষ করে কৃষক রিয়াজউদ্দিন আটক ছবি:

যশোরের চৌগাছায় ড্রাগন ক্ষেতে গাঁজার গাছ লাগিয়ে ধরা খেলেন কৃষক রিয়াজ উদ্দিন (৪০)। দুটি বেশ বড় আকৃতির গাঁজার গাছ জব্দ করেছে স্থানীয় থানার পুলিশ।

আটক রিয়াজ উদ্দিন উপজেলার কিসমত খানপুর গ্রামের আজগর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়-বিকেল সাড়ে ৫টার দিকে চৌগাছা থানার এসআই ও মেহেদী হাসান মারুফের নেতৃত্বে একদল ফোর্স রিয়াজের ড্রাগন ক্ষেতে তল্লাশি চালিয়ে দুটি বড় আকৃতির গাঁজার চাষ দেখতে পান। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মিলে যায় সত্যতা। যারপ্রেক্ষিতে গাছ দুটি কেটে জব্দ ও চাষী রিয়াজকে আটক করেছে পুলিশ।

এসংক্রান্তে চৌগাছা থানায় মামলা রুজু করে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝