মঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫ , ১৫ বৈশাখ ১৪৩২
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ বসবাসের ঘরে তল্লাশি চালিয়ে পাওয়া গেছে আরও ৫ বোতল

লালদীঘিপাড়ে বিদেশি মদসহ খাদেম আটক
প্রকাশ : শুক্রবার, ১১ এপ্রিল , ২০২৫, ১১:০৭:০০ এ এম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2025-04-13_67faaf8f797ff.png

যশোর লালদীঘির পাড় এলাকায় মদ বিক্রিকালে ইসলাম আলী (৬০) নামে এক বৃদ্ধকে হাতে-নাতে পাকড়াও করে করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের হাতে সোপর্দ করলেন একদল উৎসুক জনতা। মদের বোতল নিয়ে লালদীঘিপাড়ে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এক পর্যায়ে ক্রেতা সেজে তাকে মদসহ পাকড়াও করে জনতা। পরে মাদকদ্রব্য অধিদপ্তরের একদল সদস্য তাকে নিয়ে মসজিদের পাশে তার বসবাসের ঘরে তল্লাশি চালিয়ে আরও ৫ বোতল বিদেশী মদ উদ্ধার করে। এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

আটক ইসলাম আলী কাজীপুর বলাডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি মাইকপট্টির একটি মসজিদের খাদেম। মজসিদটির পাশেই তার বসবাস। খাদেমের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি মদের ব্যবসা করে আসছিলেন-এমন অভিযোগ স্থানীয়দের। অভিযোগকারীরা জানান-সন্দেহ হলেও এতদিন হাতে-নাতে ধরা যাচ্ছিল না। অবশেষে তার মুখোশ খুলে দেয়া হলো। 

আজ শনিবার (১২ এপ্রিল) রাত ১০টার দিকে উৎসকুত জনতা তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের হাতে হস্তান্তর করেন।

স্থানীয়রা জানান,কয়েকদিন ধরে তাকে ফলো করা হচ্ছিল। আজ ক্রেতা সেজে তাকে হাতে-নাতে ধরার সময় মদের বোতল ফেলে দৌড় দেন। তবে উৎসুক জনতা তাকে পাকড়াও করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে সোপর্দ করতে পেরেছেন। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ পরিদর্শক শাহীন পারভেজ জানান, খবর পেয়ে তিনি একদল ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এসময় ৫ বোতল বিদেশি মদ তার ঘরে পাওয়া গেছে। তবে তিনি কার থেকে মদ নিয়ে বিক্রি করে আসছিলেন তা স্বীকার করেননি। জিজ্ঞাসাবাদে একেক সময় একেক রকম তথ্য দিচ্ছেন। বিষয়টি নিয়ে তদন্ত চালানো হবে উল্লেখ করে তিনি বলেন-মূলহোতাকে দ্রুতই আটক করে আইনের আওতায় আনা হবে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝