মঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫ , ১৫ বৈশাখ ১৪৩২
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
সাতক্ষীরায় মানবজমিনের সাংবাদিক ও আ’লীগ নেতাসহ দু’জন গ্রেফতার
প্রকাশ : মঙ্গলবার, ৮ এপ্রিল , ২০২৫, ১০:১২:০০ পিএম
সাতক্ষীরা সংবাদদাতা:
Shornolota_2025-04-08_67f54b68384c4.JPG

❒ সাতক্ষীরায় মানবজমিনের সাংবাদিক ও আ’লীগ নেতাসহ দু’জন গ্রেফতার ছবি:

সাতক্ষীরায় এক সাংবাদিকসহ দুই আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাকসুদ খানকে সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। অপরদিকে, সাতক্ষীরা জেলা কৃষক লীগের কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইয়ারব হোসেনকে তার নিজ বাড়ি সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের তুজুলপুর থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।

ইয়ারাব হোসেন ঢাকা থেকে প্রকাশিত দৈনিক মানবজমিন পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। বর্তমানে তিনি সমাজের আলো নামে একটি নিউজ পোর্টালের সম্পাদক।

প্রভাবশালী আওয়ামীলীগের এই দুই নেতার মধ্যে মাকসুদ খান তৎকালীন আওয়ামী লীগের সাবেক এমপি মীর মোস্তাক আহমেদ রবির মদতপুষ্ট হয়ে ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পদ বাগিয়ে নেন। আর কৃষক লীগ নেতা ইয়ারব হোসেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার মিথ্যে স্বাক্ষী দিয়েছিলেন। এই মামলায় তালা কলারোয়ার সাবেক এমপি, বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবের ৭০ বছরের সাজা হয়েছিল।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মামলা রয়েছে। কাগজপত্র পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝