মঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫ , ১৫ বৈশাখ ১৪৩২
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ দুদকের তদন্ত অনুসন্ধান পর্যায়ে

যমুনা ব্যাংক যশোর শাখার প্রশান্তর ৯টি হিসাব অবরুদ্ধ
প্রকাশ : সোমবার, ৭ এপ্রিল , ২০২৫, ০৬:৩২:০০ পিএম , আপডেট : সোমবার, ৭ এপ্রিল , ২০২৫, ০৭:৩৩:৫২ পিএম
স্বর্ণলতা ডেস্ক:
Shornolota_2025-04-07_67f3d418d8066.JPG

❒ ফাইল ছবি:

যমুনা ব্যাংক পিএলসির যশোর শাখার এসএভিপি প্রশান্ত কুমার দাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান পর্যায়ে থাকায় তাঁর ব্যাংকটিতে থাকা ৯টি হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে ৫৪ লাখ ৫১ হাজার ৯৮৮ টাকা জমা রয়েছে।

আজ সোমবার (৭ এপ্রিল) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এদিন দুদকের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

দুদকের আবেদনে বলা হয়, যমুনা ব্যাংক পিএলসির যশোর শাখার এসএভিপি অভিযুক্ত প্রশান্ত কুমার দাসের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ব্যাংকটির ১০ কোটি টাকা আত্মসাৎ, ভারতে অর্থপাচার এবং নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানকালে অভিযোগ সংশ্লিষ্ট প্রশান্ত কুমার দাসের নামে নিম্নবর্ণিত ব্যাংক হিসাবগুলোর তথ্য পাওয়া যায়।

পর্যালোচনায় দেখা যায়, অভিযোগ সংশ্লিষ্ট প্রশান্ত কুমার দাসের ৯টি ব্যাংক হিসাবে ৫৪ লাখ ৫১ হাজার ৯৮৮ টাকার অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। তিনি এসব ব্যাংক হিসাবে জমাকৃত টাকা উত্তোলন, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করতে পারেন। অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে বর্ণিত টাকা উত্তোলন, স্থানান্তর বা বেহাত হয়ে গেলে পরবর্তী সময়ে এসব টাকা উদ্ধারকরণ দুরূহ হয়ে পরবে। তাই বর্ণিত ব্যাংক হিসাবে জমাকৃত টাকা অবরুদ্ধ করা আবশ্যক।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝