মঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫ , ১৫ বৈশাখ ১৪৩২
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ ঢাকা স্বাস্থ্য অধিদপ্তরে অসাধু চক্রের পকেটে ঢুকেছে মোটা অংকের টাকা

যশোর হাসপাতালে ফিরতে তদবির মিশনে সাইফুল!
প্রকাশ : রবিবার, ৬ এপ্রিল , ২০২৫, ১০:২৩:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2025-04-06_67f2aab15a8f3.JPG

❒ সংগ্রহীত ছবি:

আলোচিত স্টোরকিপার ‘ঔষধ চোরা’ সাইফুল ইসলাম মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আসার জন্য তদবির মিশনে নেমেছেন। ঘুস নিয়ে তাকে যশোর জেনারেল হাসপাতালে বদলীতে সহযোগিতা করছেন ঢাকা স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তাসহ কতিপয় একটি অসাধু চক্র। সম্প্রতি তদবীর মিশনটি ফাঁস হয়ে গেলে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারী এবং চিকিৎসকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

হাসপাতালের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের স্টোরকিপার সাইফুল ইসলামকে ২০২৩ সালে ৯ এপ্রিল ওষুধ চুরির অভিযোগে যশোর থেকে শাস্তিমূলক বদলী করা হয় মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেই থেকে তিনি ‘ঔষধ চোরা’ সাইফুল নামে সর্বাধিক পরিচিত। এরআগে বিভিন্ন মাধ্যমে তদবীর মিশন চালিয়ে ব্যর্থ হন ধুরন্ধর সাইফুল ইসলাম। তবে এবার তিনি আট-ঘাট বেঁধে মাঠে নেমেছেন বলে খবর রটেছে। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের ডিডি (অ্যাডমিন) লুৎফর রহমানের মাধ্যমে কয়েক লাখ টাকার মিশন নিয়ে ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরে তদবির মিশন অব্যাহত রেখেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ কাজে ঢাকা স্বাস্থ্য অধিদপ্তর কেন্দ্রিক অসাধু একটি চক্র সহযোগিতা করছেন।

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, স্টোরকিপার সাইফুল ইসলাম যদি ফের এই হাসপাতালে ফিরে আসেন, তাহলে সরকারি ওষুধ চুরি করে তদবির মিশনের টাকা তুলে নেবেন। হাসপাতালের রোগীরা সরকারি পর্যাপ্ত ঔষুধ পাবেন না। একই কথা বলেন, হাসপাতালের সেবিকার ইনচার্জরা। অনেকে বলেন, স্টোরকিপার ওরফে "ঔষধ চোরা" সাইফুল ইসলাম শুধু ওষুধ চোর নয়, ওষুধ পাচারকারীও। ওয়ার্ড ইনচার্জদের অডিটের নামে স্বাক্ষর করতে বাধ্য করেন। বাদ যান না হাসপাতালের ওষুধ সরবরাহের ঠিকাদারাও। তাকে কৌশলে ফেলে টাকা আদায় করেন। ফলে তিনি যশোর জেনারেল হাসপাতালে ফিরলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। প্রয়োজনীয় সরকারি ঔষুধ পাবেন না মানুষ। কর্মকর্তা-কর্মচারী ও সেবিকা এবং চিকিৎসকরাও ভাল থাকতে পারবেন না।

প্রসঙ্গত. ২০২৩সালের ৯ এপ্রিল খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.মোঃ মঞ্জুরুল রশিদ স্বাক্ষরিত এক আদেশে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল এর হাসপাতাল যশোরের "ঔষধ চোরা" স্টোর কিপার সাইফুল ইসলামকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেশে বদলি করা হয়। শাস্তিমূলক এই বদলিতে যশোর জেনারেল হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে ব্যাপক তোলপাড় শুরু হয়। বেশ নড়াচড়ে বসেন বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো। তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির চাঞ্চল্যকর ঘটনার খবর বেরিয়ে আসে, বিভিন্ন ভুক্তভোগী মহল থেকে। আর হাসপাতালে দায়িত্বে থাকাকালে বিভিন্ন অনিয়ম ঔষধ চুরিরঘটনা প্রকাশ্যে আসে। বদলী আদেশ যশোরে পৌঁছানোর দিনেও দুর্নীতিবাজ সাইফুল হাসপাতালের স্টোর থেকে এক ইজিবাইক ভরে ঔষধ পাচার করে যা বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে ও দেশের প্রভাবশালী ইলেক্ট্রনিক মিডিয়াগুলো সম্প্রচার করেছে। এসময় তাকে সহযোগিতার অভিযোগ ওঠে তৎকালিন আরএমও আ.সামাদ এর বিরুদ্ধে। এমনকি স্টোর কিপার সাইফুল ইসলাম বদলী হয়ে যাওয়ার পরও তার নেতৃত্বে ১৬ জুলাই জেনারেল হাপাতালের ইমারজেন্সি থেকে কিছু পরিমাণ গজ ব্যান্ডেজ তুলাসহ অন্যান্য কাগজপত্র চুরি হয়ে যায়। সেই গজ ব্র্যান্ডের চুরির ঘটনা তদন্ত হলেও ঔষধচোরা সাইফুল ইসলামের ওষুধ চুরির চুরির ঘটনা এখনো অন্তরালে রয়ে গেছে।

সূত্রগুলো বলছে,স্টোর কিপার সাইফুল ইসলাম চাকরি জীবনে ১০ লাখ টাকা ঘুষের বিনিময় চাকরি পায়। তৎকালীন সিভিল সার্জন ডাক্তার আতিকুর রহমান খানের আমলে তার চাকরি হয়। আরে ঘুষের টাকা তুলতে যেয়ে নানান ভাবে সাইফুল ইসলাম ওষুধ চুরির ঘটনায় জড়িয়ে পড়েন। চাকরির শুরুতে প্রথমে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। আর এখানেও অনিয়ম দুর্নীতির কারণে সেখান থেকে তৎকালীন যশোর সিভিল সার্জন ডা আতিকুর রহমান খাঁন তাকে বদলির সুপারিশ করেন। তাকে ওই সময় বাগেরহাটে বদলি করা। এরপর প্রতিটি ক্ষেত্রে শাস্তিমূলক বদলীর আদেশ হয়।

এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের সাবেক স্টোর কিপার সাইফুল ইসলামের মুঠোফোনে কয়েক দফা যোগাযোগ করে তার বক্তব্য নেওয়ার চেষ্টা করলে তিনি তার ফোন রিসিভ করেননি। 

প্রসঙ্গত,গত বছরের ৯ এপ্রিল স্বাক্ষরিত আদেশে এক সপ্তাহের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেয়া হয়। ১৭ এপ্রিল তিনি ঔষুধ চুরির দায় মাথায় নিয়ে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝